মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০১৫, ০৯:৩৫:৫৪

বাহুবলি নিয়ে ইউরোপে তোলপাড়!

বাহুবলি নিয়ে ইউরোপে তোলপাড়!

বিনোদন ডেস্ক : হলিউডের সাথে টেক্কা দেওয়ার চেষ্টা অনেকদিন আগথেকেই চলছে বলিউডের। কিন্তু কোনো ভাবেই তা পেরে ওঠতে পারছেনা। ওঠতে গিয়েও বার বার পিছিয়ে পড়তে হয়েছে। তবে এবার আগের সব রেকর্ডকে পেছনে ফেলে নতুন ইতিহাস লিখতে চলেছে ভারতীয় সিনেমা বাহুবলি। ইউরোপের ইতিহাসে ভারতের কোন চলচ্চিত্রের 'ডিস্ট্রিবিউশন রাইট' (প্রচার স্বত্ব) হবার জন্য খুব একটা লাফ ঝাপ দেখা যায় নি। কিন্তু ভারতের তামিল চলচ্চিত্র 'বাহুবলি'র ডিস্ট্রিবিউটর হবার জন্য রীতিমত তোলপাড় সৃষ্টি হয়েছে ইউরোপীয়ান ডিস্ট্রিবিউশন প্রতিষ্ঠানগুলো। এনডিটিভি তার এক প্রতিবেদনে জানিয়েছে, এরই মধ্যে বাহুবলি'র ডিস্টিবিউশনের স্বত্ব বিক্রি হয়ে গেছে চীন ও দক্ষিণ আমেরিকার কাছে। ইউরোপীয়ান চলচ্চিত্র নির্মাতা ও ডিস্ট্রিবিউটর পিয়ারে অ্যানোলাইন বলেন, 'ইউরোপে বাহুবলির বেশ ভাল চাহিদা রয়েছে। এর আগে ভারতীয় কোন চলচ্চিত্রের এতটা চাহিদা ইউরোপে হয়নি। এই চলচ্চিত্র প্রদর্শণের স্বত্ব পেতে বেশ কয়েকটি ডিস্ট্রিবিউশন প্রতিষ্ঠান রীতিমত যুদ্ধে নেমে গেছে। ভারতের চলচ্চিত্রের প্রেক্ষাপটে এটি নিশ্চিতভাবেই একটি ভাল দিক হসেবে উল্লেখ করার মতো।' প্রতিবেদনে আরও জানাযায়, চলচ্চিত্রের ব্যবসা মূলত প্রতি মূহূর্তের চাহিদ অনুসারে হয়ে থাকে। এই চলচ্চিত্রের মাধ্যমে অন্যান্য চলচ্চিত্রগুলো আন্তর্জাতিক ডিস্ট্রিবিউটরদের সঙ্গে সম্পর্ক তৈরি করতে পারবে। ভারতে এমন বেশ কিছু চলচ্চিত্র নিমাণ হয়, যা আন্তর্জাতিকভাবে অন্য দেশে প্রিমিয়ার শো করার যোগ্য। উল্লেখ্য : বহুল প্রতিক্ষিত এস এস রাজামৌলি পরিচালিত বাহুবলি সিনেমার প্রথম অংশ বাহুবলি-দ্য বিগিনিং। গত ১০ জুলাই ভারতজুড়ে প্রায় ৪ হাজার পর্দায় এবং ভারতের বাইরে বেশ কয়েকটি দেশে বাহুবলি সিনেমাটি মুক্তি দেওয়া হয়। মুক্তির পর থেকেই একের পর এক নতুন রেকর্ড তৈরি করছে সিনেমাটি। প্রথম দিনে সিনেমাটি আয় করে প্রায় ৬০ কোটি রুপি। যা ভারতের ইতিহাসে প্রথম দিনে সর্বোচ্চ আয়ের নতুন রেকর্ড। প্রথম দিনের আয়ের দিক থেকে বাহুবলি ভেঙ্গেছে শাহরুখ খানের হ্যাপি নিউ ইয়ার এবং আমির খানের ধুম থ্রি-এর রেকর্ড। বাহুবলি-দ্য বিগিনিং সিনেমাটির মুল ছবিতে অভিনয় করেছেন প্রবাস, রানা দাগ্গুবতি, তামান্না, আনুশকা শেঠী সহ অনেকে। ১৭ নভেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে