মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০১৫, ১০:০৯:৪৯

ছোট্ট মেহজাবিনকে হাটু গেড়ে প্রেম প্রস্তাব

ছোট্ট মেহজাবিনকে হাটু গেড়ে প্রেম প্রস্তাব

বিনোদন ডেস্ক : বাংলা টিভি নাটকের জনপ্রিয় মুখ জাহিদ হাসান। বহুদিন আগ খেকেই তার অভিনয়ের কারিশমা দেখিয়ে আসছেন বিনোদন প্রেমিদের। এবারও সেই রকম একটি নাটক নিয়ে হাজির হচ্ছেন জাহিদ হাসান ও মেহজাবিন। রৌদ্রজ্জ্বল দিন। রাজধানীর একটি আবাসিক এলাকার অভ্যন্তরীণ সড়ক। গোলাপ ফুল হাতে হাঁটু গেড়ে বসে আছেন জাহিদ হাসান। মেহজাবিনের সামনে তিনি এমন নতজানু হয়ে হাতে রাখা গোলাপ ফুলটি বাড়িয়ে দিলেন। মুখথেকে উচ্চারণ হচ্ছে আমি তোমাকে ভালোবাসি প্রিয়তমা। আসলে বাস্তবে দু’জনের বয়সের ব্যবধান বিস্তর ফারাক। এই বয়সে জাহিদ হাসান পক্ষে ছোট্ট মেহজাবিনকে এই প্রস্তাব কি সোভা পায়? কিন্তু পর্দায় তারাই প্রেমিক-প্রেমিকা বনে গেলেন! ‘ঠান্ডা গরম’ নামের টেলিছবিতে দেখা যাবে এমন দৃশ্য। গল্পে দেখা যাবে- এলাকার মানুষ মামুনকে দেখলে অন্য পথে চলে যায়। কেউ তার সঙ্গে ভয়ে কথা বলতে সাহস পায় না। তার ইশারায় এলাকায় সব হয়। কারণ তিনি এলাকায় বড়সড় গুন্ডা। কেউ তার বিরুদ্ধে কথা বললে তিনি তাকে চড় মারেন। এজন্য এলাকার মানুষ তাকে ‘থাপড়া মামুন’ নামে ডাকে। কিন্তু কেয়া তাকে মোটেও পরোয়া করে না। একসময় মামুন বুঝতে পারেন, মাস্তানের সামনে সমীহ করলেও দূরে গিয়ে ভর্ৎসনা করে। এরপর তিনি সিদ্ধান্ত নেন ভালো হওয়ার। মামুন চরিত্রে জাহিদ আর কেয়ার ভূমিকায় দেখা যাবে মেহজাবিনকে দেখা যাবে। জাহিদ হাসানের সাথে কথা বললে তিনি জানান, দৃশ্যধারণ করতে গিয়ে অনেককে চড় মারতে হয়েছে। একটি দৃশ্যে এক ছেলেকে জোরে চড় মেরে বসেছিলাম। সে মাটিতে গড়িয়ে পড়তেই ভড়কে গেলাম। অবশ্য পরে সমস্যা হয়নি। সব মিলিয়ে অনেক ভালো লেগেছে কাজটা। এতে ইতিবাচক একটা বক্তব্য আছে।’ গত ১২ থেকে ১৪ নভেম্বর উত্তরার বিভিন্ন মনোরম জায়গায় নাটকটির দৃশ্যধারণ শেষ হয়েছে এটি রচনা ও পরিচালনা করেছেন জুবায়ের আনান। এটি তৈরি করেছেন ইউসুফ আলি খোকন। ক্রিয়েটিভ ডিরেক্টর ছিলেন শাহান এএইচএম। আগামী মাসে নাটকটি আরটিভিতে প্রচার হবে বলে জানাযায়। ১৭ নভেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে