ছবিটি দেখে আবেগাপ্লুত মতিয়া চৌধুরী
বিনোদন ডেস্ক : প্রয়াত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ৬৭তম জন্মদিবস ১৩ নভেম্বর। এ বছর এই দিনটিতে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ‘অনিল বাগচীর একদিন’ ছবিটি। হুমায়ূন আহমেদের মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস অবলম্বনে ছবিটি তৈরি হয়েছে। সেদিন রাজধানীর স্টার সিনেপ্লেক্সে ‘অনিল বাগচীর একদিন’ চলচ্চিত্রের প্রিমিয়ার শো অনুষ্ঠিত হয়। চলচ্চিত্রটি দেখে কৃষিমন্ত্রী আবেগাপ্লুত হয়ে পড়েন। প্রখ্যাত নির্মাতা মোরশেদুল ইসলাম এ নিয়ে তৃতীয়বারের মতো হুমায়ূনের সাহিত্য অবলম্বনে চলচ্চিত্র নির্মাণ করলেন।
চলচ্চিত্রটি দেখে আবেগপ্রবণ হয়ে সিনেমার পোস্টারে হাত বুলাচ্ছেন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী। ঘটনাটি ঘটেছে গত ১৩ নভেম্বর। সেদিন রাজধানীর স্টার সিনেপ্লেক্সে অনিল বাগচীর একদিন চলচ্চিত্রের প্রিমিয়ার শো অনুষ্ঠিত হয়। চলচ্চিত্রটি দেখে কৃষিমন্ত্রী আবেগাপ্লুত হয়ে পড়েন। শো শেষ হলে বের হওয়ার সময় স্টার সিনেপ্লেক্সের চার নাম্বার হলের বাইরে ফুড কোর্টে সাঁটানো পোস্টার দেখে দাঁড়ান তিনি। ভালো লাগার আবেগে এ সময় তিনি পোস্টারে হাত বুলান। এ সময় তিনি এতটাই আবেগপ্রবণ হয়ে পড়েন যে, আর একটি কথাও বলতে পারেননি।
বেঙ্গল ক্রিয়েশন্স প্রযোজিত দ্বিতীয় চলচ্চিত্রটি নিয়ে মোরশেদুল ইসলাম বলেন, ‘উপন্যাসটি আমার কাছে মনে হয়েছে খুবই গভীর ভাবে ১৯৭১ সালের মানবিক মূল্যোবোধ এবং মানবতার দিকটি তুলে ধরেছে জোরালোভাবে, সেই সাথে তুলে ধরেছে নিজেদের মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতির ব্যাপারটিও’।
মোরশেদুল ইসলাম বলেন, ‘হুমায়ূন আহমেদের মৃত্যুর পর তার কাহিনি নিয়ে এই প্রথম চলচ্চিত্র তৈরি হলো। আমরা তার মা আয়েশা ফয়েজ ও স্ত্রী মেহের আফরোজ শাওনের কাছ থেকে এ ব্যাপারে অনুমতি নিয়েছি। ছবিতে হুমায়ূন আহমেদের সংলাপ ব্যবহার করা হয়েছে’।
মোরশেদুল ইসলাম এর আগে হুমায়ূন আহমেদের উপন্যাস অবলম্বনে নির্মাণ করেছেন ‘দূরত্ব’ এবং ‘প্রিয়তমেষু’ সিনেমা দুটি। বললেন, ‘আমার মনে হয় স্যার বেঁচে থাকলে উনি চলচ্চিত্রটি পছন্দ করতেন’।
এরই মধ্যে সিনেমাটি থাইল্যান্ডের ব্যাংকক উৎসবে এশিয়ান কনটেম্পোরারি অফিশিয়াল সিলেকশন হিসেবে প্রদর্শিত হয়। ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও চলচ্চিত্রটি দেখানোর ইচ্ছা আছে নির্মাতার।
ছবিতে ‘অনিল বাগচী’ চরিত্রে অভিনয় করছেন আরেফ সৈয়দ। অন্য অভিনয়শিল্পীরা হলেন শহিদুল আলম সাচ্চু, এস এম মহসিন, তৌফিক ইমন, ফারহানা মিঠু, খলিলুর রহমান কাদেরী প্রমুখ। একটি বিশেষ চরিত্রে অভিনয় করছেন মিশা সওদাগর। ছবির গানের সুর ও সংগীত পরিচালনা করছেন সানি জুবায়ের।
‘অনিল বাগচীর একদিন’ এর উদ্বোধনী প্রদর্শনী অনুষ্ঠিত হয় ১৩ই নভেম্বর, বসুন্ধরা স্টার সিনেপ্লেক্সে সন্ধ্যা সাড়ে ছয়টায়। আর ১১ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে সিনেমাটি ঢাকাসহ সারাদেশে মুক্তি পাবে।
১৭ নভেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/জহির/মো:জই
�