শনিবার, ২০ জানুয়ারী, ২০১৮, ০৯:০৯:২৫

তৈমুর-ইনায়া পাশাপাশি থাকলে ভয় পান সোহা

তৈমুর-ইনায়া পাশাপাশি থাকলে ভয় পান সোহা

বিনোদন ডেস্ক: সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে সোহা বলেন, এক বছর বয়স হতেই তৈমুর নাকি সব জিনিসপত্র ধরে ধরে ছুঁড়তে শুরু করেছে। আর সেই কারণেই তৈমুর যখন তাঁর মেয়ে ইনায়ার কাছে থাকে, তখন নাকি কিছুটা ভয় পেয়ে যান তাঁরা।

সোহা বলেন, তৈমুর, ইনায়া পাশাপাশি থাকলে সবচেয়ে বেশি ভয় পান নাকি সইফ। তৈমুর যাতে কোনও জিনিস ধরে সেটা ইনায়ার দিকে ছুঁড়ে না দেয়, সে বিষয়ে তক্কে তক্কে থাকেন তাঁরা। শুধু তাই নয়, তৈমুরকে (দাদা) দেখে ইনায়ারও না সেই একই অভ্যেস হয়, সে বিষয়েও তাঁরা সজাগ থাকেন বলে জানিয়েছেন সোহা।

এদিকে সোহার চেয়ে সইফ ৮ বছরের বড়। কিন্তু, তৈমুর, ইনায়ার বয়সের ফারাক মাত্র এক বছর। তাই এখন থেকেই তৈমুর এবং সোহা একে অপরের কাছাকাছি থাকতে পছন্দ করে বলেও জানিয়েছেন সোহা।
এমটিনিউজ২৪.কম/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে