শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০১৫, ০১:২৭:১৭

ললিত মোদীর কেলেঙ্কারীতে জড়ালো প্রীতি জিনতার নাম

ললিত মোদীর কেলেঙ্কারীতে জড়ালো প্রীতি জিনতার নাম

বিনোদন ডেস্ক : ললিত মোদী, প্রীতি জিনতার ইমেলে থেকে মিললো চাঞ্চল্যকর তথ্য। ১৯ মে, ললিত মোদী ও তার ভাই সমীর মোদীকে ইমেল করেন এক অস্ট্রেলিয়ান আইনজীবী। সেই ইমেলে পাঠানো হয়েছিল আইপিএলের তিনটি টিমের কিছু গুরুত্বপূর্ণ নথি।

দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের রিপোর্ট অনুযায়ী, ইমেলে কোনও টিমের নাম ছিল না। কিন্তু ইমেলে ছিল আইপিএলের সাবেক চেয়ারম্যান ললিত মোদী, কিংস ইলেভেন পঞ্জাবের মালিক প্রীতি জিনতা ও এই দলের আরও কয়েক অংশীদারিদের নাম। ললিত মোদী ঘনিষ্ঠ সঞ্জীব সাহানির নাম উল্লেখ রয়েছে বলেও জানা যায়।

২০১৪, ২২ নভেম্বর ইমেলে ললিত মোদী সাহানিকে জানিয়েছিলেন, "এবার বিক্রি করার সিদ্ধান্ত হোক। প্লিজ মোহিতের সঙ্গে যোগাযোগ করো।" ২১ নভেম্বর প্রীতি জিন্টা ললিত মোদীকে ছোটো একটি  ইমেল  “Hey Lalit, FYI” পরিপ্রক্ষিতেই মোদী জানিয়েছিলেন সাহানিকে , সূত্রের খবর।

দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস সূত্রের খবর, প্রীতি জিন্টা এই ইমেল মোদীকে ছাড়াও পাঠিয়েছিলেন মোহিত বর্মণ, গৌরব বর্মণ, কপিল খান্না ও নেস ওয়াদিয়াকে। এই ইমেলে তিনি লিখেছিলেন, "পরের সপ্তাহের মধ্যে আমরা অন্য পেপার পেয়ে যাব। এরপরই ফাইনাল চুক্তিতে এগোনো যাবে।" ইমেলে প্রীতি আরও লেখেন "বিসিসিআইয়ের একজন পর্যবেক্ষণের জন্য আসবে্ন। তিনি পাঞ্জাবী বিজনেসম্যান। তোমাদের বক্তব্য জানাও কিন্তু বিসিসিআই ও আমাদের সইয়ে ফাইনাল চুক্তি না হওয়ায় পর্যন্ত কোনও খবর যেন প্রকাশ্যে না আসে। সে টাকা নিয়ে প্রস্তুত।"

এই খবর প্রকাশ্যে আসার পর কিংস ইলেভেন পঞ্জাবের মুখপাত্র সমস্ত অভিযোগ খারিজ করে জানান, "এই ইমেলে শুধুমাত্র অফার ছিল।"
১৯ সেপ্টেম্বর ২০১৫/এমটিনিউজ২৪/এসএস/এসবি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে