সেন্সরে লাল কার্ড পেল জাজের সিনেমা
বিনোদন ডেস্ক : প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া। ইতোমধ্যে বেশ কিছু ব্যবসা সফল সিনেমা উপহার দিয়েছে এ প্রতিষ্ঠানটি। বাংলাদেশে প্রথম ডিজিটাল চলচ্চিত্র নির্মাণে পথ দেখিয়েছে এই প্রযোজনা প্রতিষ্ঠান।
এবারও দর্শকদের জন্য নতুন কিছু নিয়ে এসেছিল প্রতিষ্ঠানটি। বাংলাদেশের চলচ্চিত্রের ইতিহাসে প্রথম অ্যানিমেটেড পূর্ণদৈর্ঘ্য সিনেমা নির্মিত হয়েছে এ প্রতিষ্ঠানের ব্যানারে। ডিটেকটিভ শিরোনামের এ সিনেমার নির্মাণ কাজ শেষে সম্প্রতি সেন্সর বোর্ডে জমা দেয়া হয়। গতকাল সিনেমাটি সেন্সরে প্রদর্শিত হওয়ার পর লাল কার্ড দেখানো হয় সেন্সরের পক্ষ থেকে। কারন সিনেমার কিছু দৃশ্যে সেন্সর বোর্ডের আপত্তি রয়েছে ফলে এ সমস্যা হয়েছে ।
সেন্সর বোর্ড সূত্রে জানা যায়, সিনেমায় কয়েকটি দৃশ্যে আপত্তি রয়েছে। সে সব দৃশ্যের কাটিং দেয়ার কথা জানানো হয়েছে। এ সব দৃশ্যের কাটিং হলেই সিনেমাটি সেন্সর বোর্ডের ছাড়পত্র দেয়া হবে।
রবীন্দ্রনাথ ঠাকুরের ‘ডিটেকটিভ’ গল্প অবলম্বনে নির্মিত এ সিনেমাটি পরিচালনা, এডিটিং ও অ্যানিমেশন করছেন তপন আহমেদ। এর প্রধান তিন চরিত্রে কণ্ঠে দিয়েছেন- আরিফিন শুভ, শাহরিয়াজ ও নুসরাত ফারিয়া।
সিনেমার গল্পে মঈন চন্দ্র চরিত্রে আরিফিন শুভ, শৈলবালা চরিত্রে শাহরিয়াজ ও মনমথ চরিত্রে শাহরিয়াজ ডাবিং করেছেন। এ সিনেমায় দুটি গানও থাকছে। সিনেমাটি নির্মাণে ৪ কোটি ২৮ লাখ টাকা খরচ হয়েছে বলে প্রযোজনা প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে।
১৮, নভেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/এসপি/এমইউ