রবিবার, ২১ জানুয়ারী, ২০১৮, ০৬:৫১:১৯

বাংলাদেশ এখন অনেক বড়: এনামুল হক বিজয়

বাংলাদেশ এখন অনেক বড়: এনামুল হক বিজয়

স্পোর্টস ডেস্ক: সাম্প্রতিক সময়ে বাংলাদেশ ক্রিকেট দলের পারফরম্যান্সে আমূল পরিবর্তন এসেছে। আগে যেখানে দু’একজন ম্যাচ উইনার ছিল, এখন সেখানে ছয়-সাতজন।তিন বছর পর দলে ঢুকে এমনটাই অনুভব হচ্ছে এনামুল হক বিজয়ের। এসব থেকেই তিনি বলছেন বাংলাদেশ দল এখন অনেক বড়।

সীমিত ওভারের ক্রিকেটে ঘরের মাঠে সাম্প্রতিক বছরগুলোতে অসাধারণ খেলে আসছে বাংলাদেশ। তারই ধারাবাহিকতায় চলমান ত্রিদেশীয় সিরিজে নিজেদের প্রথম দুই ম্যাচে জিম্বাবুয়ে এবং শ্রীলংকার বিপক্ষে নান্দনিক জয়ে ফাইনালে পৌঁছে গেছে স্বাগতিকরা।

দলের এমন পারফরম্যান্স নিয়ে বিজয় বলেন, আমরা সবাই এখন টিম হিসেবে খেলছি। সবাই চেষ্টা করছে বাংলাদেশকে বড় জায়গায় নিয়ে যেতে। আর একটা ব্যাপার হলোআমাদের দলে বেশ কয়েকজন সিনিয়র ক্রিকেটার আছে। যারাম্যাচ জেতাতে পারেন। এছাড়া সবাই স্বাধীনতা নিয়ে খেলছে, যা খুব দরকার ছিল।

বিশ্বকাপে ইনজুরিতে আক্রান্ত হওয়ায় দল থেকে ছিটকে পড়েন বিজয়। তিন বছর পর দলে ফেরা এই ওপেনার বাংলাদেশ দলের গভীরতা সম্পর্কে বলেন, তামিম, সাকিব, মুশফিক, মাশরাফি, রিয়াদ ভাইয়ের মতো দারুণ কিছুফাইটার দলে আছে। তাছাড়া মোস্তাফিজের মতো এ রকম একজন প্লেয়ার; ড্রেসিংরুমটা এখন অনেক ভারি। যেখানে থাকলে মনে হয় আমাকেও আরো ভালো কিছু করতে হবে। ড্রেসিংরুমে থাকলে মনে হয়, বাংলাদেশ এখন অনেক বড়।
এমটি নিউজ/এপি/ডিসি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে