নিজের মৃত্যুর জন্য নিজেই দায়ী ছিলেন ওয়াকার
বিনোদন ডেস্ক : হলিউড তারকা পল ওয়াকারের মৃত্যুর জন্য তার ব্যাবহার কৃত পোর্শে গাড়ি দায়ী নয়। এমন দাবি গাড়ি কোম্পানিটির। তাহলে পল ওয়াকারের মৃত্যুর রহস্য কি? কোম্পানিটি জানিয়েছে, পল ওয়াকারের নিজের উপর এ দুর্ঘটনার দায় বর্তায়। পলের মেয়ে মিয়াডোর মামলার প্রেক্ষিতে এমনটা জানালো গাড়ি কোম্পানিটি।
পিপল ম্যাগাজিন জানায়, ১৬ বছর বয়সী মিয়াডো পোর্শে কোম্পানিকে দায়ি করে মামলা করে।
পোর্শের পক্ষ থেকে বলা হয়, পল ওয়াকার গাড়িটির খুঁটিনাটি বিষয়ে জ্ঞাত ছিলেন। ২০০৫ কারেরা জিটি ব্যবহারে ঝুঁকি ও বিপদ সম্পর্কে তিনি জানতেন। তা সত্ত্বেও গাড়িটি তিনি ব্যবহার করছিলেন। তাই নিজের মৃত্যুর দায় পল ওয়াকারেরই।
আরো বলা হয়, দুর্ঘটনার সময় পলের সিটবেল্টে কোনো খুঁত পাওয়া যায়নি। গাড়িতে আগুন ধরার আগেই তিনি বের হতে পারতেন। কিন্তু পল তা করেননি।
২০১৩ সালের ৩০ নভেম্বর গাড়ি দুর্ঘটনায় ‘ফাস্ট অ্যান্ড ফিউরাস’ তারকা পল ওয়াকার ও তার বন্ধু রজার রোডাস নিহত হন। ওই সময় পোর্শে গাড়িটি চালাচ্ছিলেন রজার।
চলতি বছরের ১ এপ্রিল মুক্তি পায় পল অভিনীত আলোচিত সিরিজটির ৭ম পর্ব। ১৯ কোটি ডলার ব্যয়ে নির্মিত সিনেমাটি বিশ্বব্যাপী আয় করেছে ১৫০ কোটি ডলারের বেশি। এটি ‘ফাস্ট অ্যান্ড ফিউরাস’র সবচেয়ে বেশি আয়ের সিনেমা।
১৮, নভেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/এসপি/এমইউ