সোমবার, ২২ জানুয়ারী, ২০১৮, ০৪:১২:০৭

'পদ্মাবত' মুক্তি বন্ধ না হলে মহিলাদের আত্মহত্যার হুমকি

'পদ্মাবত' মুক্তি বন্ধ না হলে মহিলাদের আত্মহত্যার হুমকি

বিনোদন ডেস্ক : মুক্তির বাকি তিন দিন। তার মধ্যেই 'পদ্মাবত' বিতর্কে নতুন মোড়। সঞ্জয় লীলা বানসালীর এই ছবির মুক্তি বন্ধ না হলে আত্মহত্যার হুমকি দিলেন রাজপুত মহিলারা। এই মর্মে শীর্ষ আদালতের কাছে তারা পিটিশন দাখিল করবেন বলেও জানিয়েছেন।

গত রোববার রাজস্থানের চিতোরগড়ে প্রায় ৫০০ রাজপুত মহিলা একটি 'স্বাভিমান' মিছিল বের করেন। সেই মিছিল থেকেই তারা স্লোগান তোলেন, পদ্মাবত মুক্তি বন্ধ করতে হবে। না হলে তাদের আত্মহত্যায় অনুমতি দিতে হবে। প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি এবং রাজস্থানের মুখ্যমন্ত্রীর কাছে এই আবেদন করেছেন তারা।

ওই দিনের মিছিলে থাকা রাজপুত মহিলাদের দাবি, বানসালীর ছবিতে রাজস্থানের ইতিহাসকে বিকৃত করা হয়েছে। ওই অঞ্চলের মানুষের ভাবনায় আঘাত করা হয়েছে। যদিও আগেই এই সমস্ত অভিযোগ ভিত্তিহীন বলে জানিয়েছিলেন পরিচালক।

'পদ্মাবত' টিমের তরফে আগেই জানানো হয়েছিল, পাঁচশো বছর আগে সুফি কবি মালিক মোহাম্মদ জয়েশের লেখা একটি কবিতা অবলম্বনে এই ছবি তৈরি হয়েছে। যেখানে চিতোরের রানি পদ্মিণীর এই জহরব্রত পালনের কথা লেখা ছিল। তার ভিত্তিতেই তৈরি হয়েছে চিত্রনাট্য।

কিন্তু রাজপুত করণী সেনা প্রথম থেকেই এই দাবি মানতে নারাজ। শুটিংয়ের সময় থেকেই তারা বিরোধিতা করে এসেছেন। সম্প্রতি সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে আগামী ২৫ জানুয়ারি গোটা দেশে মুক্তি পাবে 'পদ্মাবত'। এর পরেও বিক্ষোভ অব্যাহত।

এমটিনিউজ/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে