বিনোদন ডেস্ক : ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়ক জায়েদ খান। সিনেমার কারণে যতোটা না আলোচিত তিনি, তার চেয়েও বেশি সংবাদের শিরোনাম হন ব্যক্তিজীবনের বিভিন্ন কর্মকাণ্ডের কারণে।
সম্প্রতি সময়ে দেশের বাইরে বিভিন্ন স্টেজ শো নিয়ে ব্যস্ত সময় পার করতে দেখা যাচ্ছে এই নায়ককে। গত এক বছরে জায়েদ মালয়েশিয়া, সিঙ্গাপুর, দুবাই, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়ার বিভিন্ন শহরে শো করেছেন।
এরই ধারাবাহিকতায় আগামী ২২ মে লন্ডন (যুক্তরাজ্য) যাচ্ছেন এই নায়ক। পরের মাসে আবার যুক্তরাষ্ট্র, কানাডার বিভিন্ন স্টেটে শো করতে যাবেন তিনি।
এ বিষয়ে জায়েদ খান বলেন, আমার অনেক দিনের ক্যারিয়ার। এর নেপথ্যে অনেক শ্রম ও সততা রয়েছে। সবারই সুসময় থাকে। সবার ভালোবাসায় আমি হয়তো সেই সময়টা এখন পেয়েছি। অনলাইনের এই যুগে প্রচারণার কারণে দেশের বাইরে প্রচুর মানুষ আমাকে চিনেছেন। এটা বুঝতে পারি দেশের বাইরে গেলে। এতো এতো ভালোবাসা যে বলে বোঝাতে পারবো না। এ কারণে বিদেশে শো-তে কল আসে।
জায়েদ খান বলেন, নেক্সট স্টেজ ইভেন্টের নিবেদনে লন্ডনে ‘বাংলাদেশ ফেস্টিভ্যাল’ নামে একটি আয়োজনে অংশ নিতে যাচ্ছি। সেখানে মাইল এন্ড স্টেডিয়ামে অনুষ্ঠান চলবে ২৬ ও ২৭ মে। লন্ডনের অন্যতম বড় স্টেডিয়াম। সেখানে ২০ হাজার প্রবাসীর সামনে পারফর্ম ও উপস্থাপনা করবো। এই শো নিয়ে আমি অনেক বেশি এক্সাইটেড। কারণ লন্ডনে প্রবাসী বাঙালিদের অংশগ্রহণে এটি সর্ববৃহৎ শো।
জায়েদ খান অভিনীত ‘সোনার চর’ ছবিটি মুক্তি পেয়েছিল গেল ঈদে। তিনি জানান, মুক্তির পর তিনি দর্শকের কাছ থেকে নিজের অভিনয়ের প্রশংসা পান।
জায়েদ বলেন, লায়ন সিনেমাস এবং ব্লকবাস্টারে ‘সোনার চর’র শো হাউজফুল গেছে। কেউ আমার অভিনয় নিয়ে মন্দ বলেনি। পুরো ছবির কথা বলবো না, তবে দর্শকরা একবাক্যে বলেছে, জায়েদ ভালো অভিনয়ের চেষ্টা করেছে। এতে আমি অনেক অনুপ্রাণিত হয়েছি।