সোমবার, ২২ জানুয়ারী, ২০১৮, ০৫:৪০:৫৭

আমাকে পেতে বিএমডব্লিও অফার করেছিল : ফারিয়া

আমাকে পেতে বিএমডব্লিও অফার করেছিল : ফারিয়া

বিনোদন ডেস্ক : মডেলিং জগতের পরিচিত মুখ মডেল অভিনেত্রী ফারিয়া শাহরিন। মডেলিং ও অভিনয়ে সুনাম করেছেন নিজ গুণে। বাংলালিংকের একটি বিজ্ঞাপনে অংশ নিয়ে সবার নজরে আসেন ফারিয়া। বাংলালিংকের ‘কথা দিলাম’ বিজ্ঞাপনটির মাধ্যমে তিনি মিডিয়াতে পা রাখেন। এ বিজ্ঞাপনটির মডেল হয়ে দর্শকদের নজর কেড়েছিলেন তিনি।

সোমবার এক সাক্ষাৎকারে ফারিয়া শাহরিন বলেছেন, বিএমডব্লিও গাড়ি উপহার দিয়ে এক ধনকুবের আমাকে চেয়েছিলেন তার সঙ্গী করতে। শোবিজ জগতে এসে লড়াই করছি নিজেকে বিক্রি করে দেইনি।

সম্প্রতি দেশের প্রথম সারির বেশ কয়েকটি গণমাধ্যমকে দেয়া ফারিয়ার সাক্ষাৎকারকে কেন্দ্র করে মিডিয়ার বেশ কয়েকজন পরিচালক, প্রযোজক ও সহশিল্পীদের সমালোচনার মুখে পড়েছেন সাবেক লাক্স তারকা ফারিয়া। তবে তার কথা, যারা সমালোচনা করছেন তারা ভুল ব্যাখ্যা দিয়ে সমালোচনা করছেন।

ফারিয়া জানান, আমি তো মিডিয়ার সবাইকে খারাপ বলিনি। কয়েকজন মানুষ আমার সঙ্গে কাজে ঝামেলার সৃষ্টি করেছেন, তাদের কথাই বলেছি। সুন্দর পরিবেশে এখানে আমিও কাজ করতে চাই। সবাই যেভাবে সমালোচনা করছেন, তাতে আমি কষ্ট পাচ্ছি।

তিনি বলেন, আমি তো সবাইকে খারাপ বলিনি। সবাই যদি খারাপ হত তাহলে আজ (আতঙ্ক) যে নাটকটিতে কাজ করছি, সেটা কীভাবে করতাম? সবাই কোনোদিনও খারাপ না। ওই গণমাধ্যমে সাক্ষাৎকারে আমি বোঝাতে চেয়েছি, যারা আমাকে জ্বালাতন করে তারা যেন আমাকে না জ্বালায়।

ফারিয়া বলেন, শিল্পী হিসেবে কাজ করব পারিশ্রমিক নেব তারপর চলে যাব। অনেকেই বাজে কথা হজম করতে পারে, আমি পারিনা। আমি এখনো টাকা পাই একজন পরিচালকের কাছে। কই সেটা তো তুলে দিতে কেও সহায়তা করছেন না। উল্টো আমি একটা কথা বললাম আর সেটা নিয়ে সকলেই যা করছেন তা আমি নিজেই ভেবে কষ্ট পাচ্ছি।

এই অভিনেত্রী বলেন, আমি ২০টির মতো নাটকে কাজ করেছি। এর মধ্যে মাহফুজ আহমেদ, সাফায়েত মুনসুর রানা, চয়নিকা চৌধুরী, কৌশিক শংকর দাসের মতো নির্মাতাদের সঙ্গে কাজ করেছি। কই তাদের থেকে তো তিক্ত অভিজ্ঞার মুখোমুখি হইনি। আমার কাজ দেখে মাহফুজ তালি দিয়েছিলেন। আমার সমস্যা হয়েছে, গুটিকয়েক খারাপ মানুষের জন্য আমি নিজেকে সরিয়ে রেখেছি। নিজেই ভালো কাজ থেকে বঞ্চিত হয়েছি।’
এমটিনিউজ/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে