সোমবার, ২২ জানুয়ারী, ২০১৮, ০৬:১৬:৪৯

ইজরায়েলের প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা না করায় যে সব তকমা খেলেন বলিউডের তিন খান!

ইজরায়েলের প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা না করায় যে সব তকমা খেলেন বলিউডের তিন খান!

বিনোদন ডেস্ক : বেশ ক’দিন হল ভারত সফরে এসেছেন সস্ত্রীক ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতনিয়াহু৷ ঘুরে দেখেছেন তাজমহল থেকে আহমেদাবাদের সবরমতী আশ্রম সবকিছুই৷ কিন্তু বলিউড সুপারস্টারদের সঙ্গে দেখা করতে গিয়েই ভালমতো অস্বস্তিতে পড়লেন তিনি৷

আমির-সালমান-শাহরুখ৷ বলিউডের এই তিন খানই ইজরায়েলের প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে রাজী হননি বলেই খবর৷ ইজরায়েলের প্রধানমন্ত্রীর ভারত সফরে রীতি ভেঙে বিমানবন্দরে তাকে স্বাগত জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শিল্পপতি ও মুম্বাইয়ে বসবাসকারী ইহুদিদের সঙ্গে দেখা করার পর এক অনুষ্ঠানে বলিউড তারকাদের মুখোমুখি হন নেতানিয়াহু।

অমিতাভ বচ্চন, করণ জোহর ও ঐশ্বর্য রাইরা সেই অনুষ্ঠানে উপস্থিত থাকলেও ছিলেন না তিন খান৷ অনুষ্ঠানে নেতানিয়াহুও জানান, বলিউডকে প্রযুক্তিগত সাহায্য দিতে ইজরায়েল খুবই আগ্রহী। এর পাশাপাশি বলিউডে ইজরায়েলি বিনিয়োগ বাড়ানোরও প্রতিশ্রুতি দেন তিনি।

ইজরায়েলের প্রধানমন্ত্রীর সঙ্গে সেলফি তুলেছেন অমিতাভ বচ্চন, অভিষেক বচ্চন, ঐশ্বর্য রাই বচ্চন, করণ জোহর, ইমতিয়াজ আলি, বিবেক ওবেরয়, প্রসূন জোশী ও মধুর ভান্ডারকরদের মতো বলিউড তারকারা। গ্রুফিটি তোলেন বলিউড শাহেনশাহ অমিতাভ বচ্চন নিজেই।

টুইটারে নিজেই সেই ছবি শেয়ার করেছেন বেনিয়ামিন নেতানিয়াহু। এ ছবি বেশ নজর কেড়েছে নেটিজেনদের। এক কথায় ভাইরাল হয়েছে ছবিটি। কিন্তু তার সঙ্গে দেখা করেননি বলিউডের ‘খান’রা। শাহরুখরা কেন ইজরায়েলের প্রধানমন্ত্রীর সঙ্গে সেলফি তোলেননি, এ নিয়ে এখন গবেষণা চলছে৷

ঘটনার পর টুইটারে শাহরুখ, সালমান ও আমিরকে নিয়ে শুরু হয় ট্রোলিং। তাদের একজন লিখেন, ‘পুরো বিশ্বের সামনে খানরা বলিউডকে ছোট করেছেন। ইজরায়েলের প্রধানমন্ত্রী ইহুদি বলে তার সঙ্গে দেখা করেননি শাহরুখ, সালমান এবং আমির।’

তবে অনেকেই আবার তিন খানকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন৷ যুদ্ধবাজ, খুন এবং প্যালেস্তিনীয়দের দীর্ঘদিন ধরে অত্যাচার করার অভিযোগ যে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে রয়েছে৷ সেই নেতানিয়াহুর সঙ্গে শাহরুখ-সালমানরা দেখা না করায় খুশিই হয়েছেন অনেকেই৷

এমটিনিউজ/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে