মঙ্গলবার, ২৩ জানুয়ারী, ২০১৮, ০৫:২৮:০৫

পদ্মাবত নিয়ে বিতর্কের মধ্যে সিদ্ধিবিনায়কে দীপিকা, নিরাপত্তা ব্যবস্থা জোরদার

পদ্মাবত নিয়ে বিতর্কের মধ্যে সিদ্ধিবিনায়কে দীপিকা, নিরাপত্তা ব্যবস্থা জোরদার

বিনোদন ডেস্ক : সুপ্রিম কোর্টের নির্দেশে আপাতত পদ্মাবত ছবির মুক্তিতে বাধা সরেছে৷ করণি সেনাদের বার বার বিরোধ, চোখ রাঙানির ফলে নাম বদলেছে পদ্মাবতী থেকে পদ্মাবত! সেন্সর বোর্ডের শর্ত মেনে ছবিতে এসেছে ২৬ টি কাট! তবে রাজস্থান, জয়পুরে ছবি নিয়ে বিরোধ চলছেই! এরই মাঝে মঙ্গলবার সিদ্ধিবিনায়ক দর্শনে পৌঁছলেন সিনেমার পদ্মাবতী দীপিকা পাড়ুকোন!

বাজিরাও মস্তানি সিনেমার মুক্তির আগেও গণপতির কাছে আর্শিবাদ নিতে গিয়েছিলেন দীপিকা৷ দীপিকার আগমণে মহারাষ্ট্রের সিদ্ধিবিনায়ক মন্দির জুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়৷ জহরব্রত পালন করার অনুমতি চেয়ে সোমবার ভারতের প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতিকে চিঠি পাঠিয়েছিলেন প্রায় ১৬ হাজার রাজপুত মহিলারা৷

তাদের দাবি ছিল পদ্মাবত ছবি মুক্তি বন্ধ না হলে জহরব্রত অর্থাৎ আত্মহুতির পথ বেছে নেবেন তারা৷ আর এবার পেট্রোলের বোতল হাতে মোবাইল টাওয়ারে উঠে ছবি নিষিদ্ধ করার ডাক দিলেন রাজস্থানের এক ব্যক্তি৷ ব্যক্তির দাবি, পদ্মাবত মুক্তি পেলে নিজেকে জ্বালিয়ে দেবেন৷

করণি সেনাদের চোখ রাঙানি সত্ত্বেও ‘পদ্মাবত’ ছবির মুক্তি ২৫ জানুয়ারি৷ সেন্সরের নানা শর্ত মেনে, পদ্মাবতী থেকে পদ্মাবত নাম পরিবর্তন করেও করণি সেনা ও রাজপুতদের সন্তুষ্ট করতে পারছেন না সঞ্জয়লীলা বনশালি৷ কখনও বিরোধ, কখনও ভারত বনধের হুমকি দিয়ে ছবির মুক্তি আটকাতে ব্যস্ত করণি সেনা৷

আর এবার ছবির মুক্তি ঘিরে বিরোধে নামলেন রাজপুত মহিলারা৷ ভারতের প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির কাছে রীতিমতো চিঠি পাঠিয়ে আত্মহুতির অনুমতি চাইলেন রাজস্থানের রাজপুত মহিলারা৷ প্রায় ১৬ হাজার মহিলা প্রধানমন্ত্রীর কাছে আবেদন করেছেন জওহর মৃত্যু-র জন্য৷

নাম বদলে পদ্মাবতী থেকে পদ্মাবত! সেন্সর বোর্ডের সব শর্ত মেনে নিয়েছেন ছবির পরিচালক সঞ্জয়লীলা বনশালি৷ আর তারপরই ছবির মুক্তির দিন ২৫ জানুয়ারি ঠিক হয়েছিল৷ কিন্তু তাতেও যেন বিতর্ক থামছে না পদ্মাবত নিয়ে৷ একের পর এক বিরোধ চলছেই এই ছবিকে ঘিরে৷ ইতিমধ্যেই মধ্যপ্রদেশ, রাজস্থান, গোয়ায় ছবির মুক্তি না পাওয়ার নির্দেশ জারি হয়েছে৷

আর এবার চিতোরগরের ক্ষত্রিয় পরিবারের মহিলারা ছবির মুক্তির প্রতিবাদ করে জানালেন, পদ্মাবত মুক্তি বন্ধ করা না হলে ‘জওহর’ অর্থাৎ আত্মহুতির পথ নেবে ক্ষত্রিয় মহিলারা! সেন্সর বোর্ডের সমস্ত নিয়ম মানতেও রাজি হয়েছে ‘পদ্মাবতী’ ছবির পরিচালক বনশালি থেকে প্রযোজক সংস্থা৷ আর সে কারণেই ২৫ জানুয়ারি মুক্তি পেতে চলেছে দীপিকা, রণবীর ও শাহিদের ছবি ‘পদ্মাবত’!

তবে এতেও সন্তুষ্ট নয়, করণি সেনা৷ করণি সেনার পক্ষ থেকে জানানো হয়েছে, পদ্মাবতী নিয়ে বিরোধ চলবেই৷ কিছুতেই রিলিজ করতে দেওয়া যাবে না এই ছবিকে৷ আর সেই কারণেই শুক্রবার মুম্বাইয়ে সেন্সর বোর্ডের অফিসের সামনে বিক্ষোভ মিছিলে সামিল হবে করণি সেনা!

অন্যদিকে পদ্মাবত ছবির মুক্তি নিয়ে একেবারে খুশি নয় রাজস্থান সরকারও৷ ‘পদ্মাবত’ ছবিকে রাজস্থানে মুক্তি আটকাতে একেবারে বদ্ধপরিকর৷ সম্প্রতি, কট্টরপন্থী সংগঠনের সভাপতি সুখদেব সিংহ গোগামেদি হুঁশিয়ারি দিয়েছেন, ‘পদ্মাবত’ মুক্তি পেলে তার যে ফল হবে, সেটার জন্য দায়ী থাকবে সেন্সর বোর্ড ও বিজেপি সরকার।

অন্য দিকে, করণী সেনার নেতা লোকেন্দ্র সিংহ কালভি বলেন ‘আগামী ২৭ জানুয়ারি রাজপুত কমিউনিটির সদস্যরা চিতোরগড়ে একটি জমায়েতে অংশ নেবেন। সেখানে রানি পদ্মিণীর স্বার্থত্যাগ সম্পর্কে স্পষ্ট বার্তা দেওয়া হবে। তার আত্মত্যাগ বৃথা হতে পারে না।’ তার আহ্বান, ‘যারা এই ছবিটি নিষিদ্ধ করার জন্য আমাদের সিদ্ধান্তের সঙ্গে একমত, সকলে ওই দিন চিতোরগড়ে আসতে পারেন।’
এমটিনিউজ/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে