আটকে গেল জাজের ‘ডিটেকটিভ’
বিনোদন ডেস্ক : কিছু দৃশ্যের প্রতি আপত্তি থাকায় সেন্সরবোর্ড থেকে আটকে দেয়া হয়েছে জাজ মাল্টিমিডিয়ার ছবি ‘ডিটেকটিভ’।
বাংলাদেশের চলচ্চিত্রের ইতিহাসে প্রথম অ্যানিমেটেড পূর্ণদৈর্ঘ্য সিনেমা ‘ডিটেকটিভ’। জাজ প্রতিষ্ঠানের ব্যানারে এটি নির্মাণ করা হয়। সিনেমার নির্মাণ কাজ শেষে সেন্সর বোর্ডে জমা দেয়া হলে সেন্সর বোর্ড ওই আপত্তি জানান।
সূত্র জানায়, গতকাল সিনেমাটি সেন্সরে প্রদর্শিতও হয়। তবে এ সিনেমার কিছু দৃশ্যে সেন্সর বোর্ডের আপত্তি থাকায় সেন্সর বোর্ডের ছাড়পত্র পায়নি।
সেন্সর বোর্ড সূত্রে জানা যায়, সিনেমায় কয়েকটি দৃশ্যে আপত্তি রয়েছে। সে সব দৃশ্যের কাটিং দেয়া হয়েছে। এ সব দৃশ্যের কাটিং হলেই সিনেমাটি সেন্সর বোর্ডের ছাড়পত্র দেয়া হবে।
রবীন্দ্রনাথ ঠাকুরের ‘ডিটেকটিভ’ গল্প অবলম্বনে নির্মিত এ সিনেমাটি পরিচালনা, এডিটিং ও অ্যানিমেশন করছেন তপন আহমেদ। এর প্রধান তিন চরিত্রে কণ্ঠে দিয়েছেন- আরিফিন শুভ, শাহরিয়াজ ও নুসরাত ফারিয়া।
১৮ নভেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/এসপি/এমএন
�