‘ব্ল্যাক’ যৌথ-প্রযোজনার ছবি?
বিনোদন ডেস্ক : নিয়ম নীতির তোয়াক্কা না করেই এতদিন যৌথ প্রযোজনারা ছবি নির্মাণ হয়ে আসছিলো। নিয়ম না মানা নিয়ে বেশ ক’ বার গণমাধ্যমে লেখালেখিও হয়।
এদিকে এ ঘটনাটি নিয়ে এবার নড়েচড়ে বসে তথ্যমন্ত্রণালয়ও। ফলে যৌথ-প্রযোজনার নামে নির্মিত ছবিগুলো সঠিক যৌথনীতিমালা অনুযায়ী নির্মিত হচ্ছে কিনা এর সঠিকটা জানার জন্য তদন্তে নেমেছে তারা।
এদিকে ১৫ নভেম্বর সেন্সরবোর্ডে জমা পড়েছে যৌথ প্রযোজনার ছবি ‘ব্ল্যাক’। মিম ও সোহম অভিনীত এ ছবিটির বিরুদ্ধেও অভিযোগ ওঠেছে যৌথ-প্রযোজনার নীতিমালা না মানার। ফলে গতকাল তথ্যমন্ত্রণালয় ‘ব্ল্যাক’ ছবিটি তদন্ত করে দেখার নির্দেশ দিয়েছে।
এ বিষয়ে তথ্যমন্ত্রণালয়ের চলচ্চিত্র শাখার যুগ্ম সচিব গৌতম ঘোষ বলেন, ‘ব্ল্যাক’ ছবির বিরুদ্ধে অভিযোগ ওঠেছে ছবিটিতে যৌথ প্রযোজনার বলা হলেও তা সঠিক নিয়ম মেনে নির্মিত হচ্ছে না। এ কারণে আমরা ছবিটি তদন্ত করে দেখার নির্দেশ দিয়েছি যে অভিযোগ সত্য কিনা। তদন্ত কমিটির প্রতিবেদন পাওয়ার পর আমরা পরবর্তী সিদ্ধান্ত নেবা।’ তথ্যসূত্র: প্রিয়.কম
১৮ নভেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/এসপি/এমএন
�