কানাডা যাচ্ছেন অভিনেত্রী ববিতা
বিনোদন ডেস্ক : কানাডা যাচ্ছেন বাংলা চলচ্চিত্রের ড্রিম গার্ল খ্যাত অভিনেত্রী ববিতা। ছেলে অনিকের সঙ্গে দেখা করার উদ্দেশ্যে ২০ নভেম্বর রাতের একটি ফ্লাইটে ঢাকা ত্যাগ করবেন তিনি।
সেখানে মাসখানেক থাকে আবার দেশে ফিরবেন তিনি। কয়েকটি ছবিতে অভিনয়ের ব্যাপারে কথাবার্তা চলছে তার। কানাডা থেকে ফিরে বিষয়টি চূড়ান্ত করার কথা।
এদিকে গত ৫ মে ছেলে অনিক ইসলামের সঙ্গে দেখা করতে কানাডা গিয়েছিলেন ববিতা। সেখানে প্রায় চার মাস অবস্থান করার পর ৮ আগস্ট দেশে ফিরেন তিনি। ড্রিসট্রেস চিলড্রেন অ্যান্ড ইনফ্যান্টস ইন্টারন্যাশনালের (ডিসিআই) শুভেচ্ছাদূত হিসেবে কাজ করছেন ববিতা।
গুণী এই অভিনেত্রী বাংলাদেশের প্রতিনিধি হয়ে সবচেয়ে বেশি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশগ্রহণ করেন। ২৫০টিরও বেশি ছবিতে অভিনয় করা ববিতা ‘বাদী থেকে বেগম’ (১৯৭৫), ‘নয়নমনি’ (১৯৭৬), ‘বসুন্ধরা’ (১৯৭৭), ‘রামের সুমতি’ (১৯৮৫) এবং ‘পোকামাকড়ের ঘর বসতি’ (১৯৯৬) ছবির জন্য সেরা অভিনেত্রী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন। ববিতা অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত ছবি নারগিস আক্তারের ‘পুত্র এখন পয়সাওয়ালা’।
১৮ নভেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম
�