বুধবার, ১৮ নভেম্বর, ২০১৫, ০৮:৫০:৪৪

জন্মদিনে জানুন আবীর সম্পর্কে ৫ টি তথ্য

জন্মদিনে জানুন আবীর সম্পর্কে ৫ টি তথ্য

বিনোদন ডেস্ক : দুর্দান্ত সাহস, বুদ্ধিদীপ্ত চাহনী আর এক পেশে হাসিতেই যেন ফুটে ওঠে গোয়েন্দা ফেলুদার অবয়ব কলকাতার নায়ক আবীর চ্যাটার্জী। আজ ১৮ নভেম্বর। টলিউড অভিনেতা আবীর চ্যাটার্জীর জন্মদিন। এমন দিনে পর্দার ব্যোমকেশই বলুন বা ফেলুদা, তাকে শুভেচ্ছা জানাবেন তো নিশ্চয়ই। ব্যোমকেশ বকশিতে আবীরের ফেলুদা লুক এবং অভিনয় মানিয়ে গেছে দর্শকদের। সেই সুবাদে বাদশাহী আংটিতেও অনবদ্য আবীর। কিন্তু সব্যসাচী যেমন অভিব্যক্তি, হাসি, চোখের চাউনি সবকিছুতেই ছিলেন দুর্দান্ত এবং আদর্শ ফেলুদা তেমন হয়ে উঠতে গেলে আবীর চট্টোপাধ্যায়কে যেতে হবে আরও অনেক দূর। সেই সঙ্গে প্রিয় অভিনেতার জন্মদিনে তাকে নিয়ে জেনে ফেলুন ৫ টি তথ্য। ১) আবীর চ্যাটার্জীর বাবা নাট্যকার ফাল্গুনি চ্যাটার্জি। ২) ২০১০-এ মুক্তি পাওয়া ক্রস কানেকশন ফিল্মে তার চরিত্রের নাম ছিল বিক্রম সেন। ৩) ২০১২-র কাহানিতে তার চরিত্রের নাম ছিল অরূপ বসু। ৪) ২০১১-তে মুক্তি পাওয়া বাইশে শ্রাবণ ছবিতে তার চরিত্রের নাম ছিল সূর্য সিনহা। ৫) আবীরের জন্মদিন ১৯৮০ সালের ১৮ নভেম্বর। ১৮ নভেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে