বুধবার, ১৮ নভেম্বর, ২০১৫, ১০:৫৬:৫০

সুস্থ হয়ে উঠছেন দিতি

সুস্থ হয়ে উঠছেন দিতি

বিনোদন ডেস্ক : অভিনেত্রী পারভীন সুলতানা দিতির মস্তিষ্কে দ্বিতীয়বার অস্ত্রোপচারের পর সুস্থ হয়ে উঠছেন। এখন তাকে ফিজিওথেরাপি দেওয়া হচ্ছে। ভারতের চেন্নাই থেকে ফেসবুকের মাধ্যমে এ তথ্য জানিয়েছেন তার মেয়ে লামিয়া। তার সঙ্গে আছেন মেয়ে লামিয়া আর ছেলে দীপ্ত। বর্তমানে দিতি স্বাভাবিকভাবে কথা বলতে পারছেন। তবে চিকিৎসকের পরামর্শে সীমিত চলাফেরা করছেন। দিতি এখন মাদ্রাজ ইনস্টিটিউট অব অর্থোপেডিকস অ্যান্ড ট্রমাটোলজি (এমআইওটি) হাসপাতালে চিকিৎসাধীন আছেন। গত ৫ নভেম্বর তার মস্তিষ্কে দ্বিতীয়বার অস্ত্রোপচার করা হয়। এর আগে ৩ নভেম্বর তাকে চেন্নাই নিয়ে যাওয়া হয়। গত ২৯ জুলাই এমআইওটি হাসপাতালে দিতির মস্তিষ্কে প্রথম অস্ত্রোপচার করা হয়। এর আগে ঢাকায় অসুস্থ হয়ে পড়েন দিতি। তখন তার মস্তিষ্কে টিউমার ধরা পড়ে। এরপর ২৫ জুলাই তাকে চেন্নাই নিয়ে যাওয়া হয়। গত ২০ সেপ্টেম্বর দেশে ফিরে আসেন দিতি। চেন্নাই থেকে ফিরে আসার পর বাসায় ছিলেন তিনি। অসুস্থতা বেড়ে যাওয়ায় ৩০ অক্টোবর তাকে আবারও রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। অতঃপর তাকে ভারতে নিয়ে যাওয়া হয়েছে। উল্লেখ্য : দিতির মাথায় টিউমার ধরা পড়ায় ২৫ জুন সেখানে প্রথমবারের মতো তাকে চেন্নাই গিয়েছিলেন। এর চারদিন পর চেন্নাইয়ের মাদ্রাজ ইনস্টিটিউট অব অর্থোপেডিকস অ্যান্ড ট্রমাটোলজিতে (এমআইওটি) তার অস্ত্রোপচার হয়। এক মাসেরও বেশি সময় চিকিৎসা শেষে ২০ সেপ্টেম্বর দেশে ফেরেন দিতি। এরপর মাসখানেক ভালোই ছিলেন। কেমোথেরাপির পার্শ্ব প্রতিক্রিয়ার কারণে আবারও অসুস্থ হয়ে পড়লে ৩০ অক্টোবর রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয় তাকে। চিকিৎসকদের পরামর্শে আবারও চেন্নাই গিয়ে দ্বিতীয়বারের মতো অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন দিতির পরিবার। ১৮ নভেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে