বুধবার, ১৮ নভেম্বর, ২০১৫, ১১:৪৩:১৭

সমস্যার সমাধান হলো ‘অনেক দামে কেনা’র

সমস্যার সমাধান হলো ‘অনেক দামে কেনা’র

বিনেদান ডেস্ক : প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার সঙ্গে বেশ আগেই সম্পর্কের ইতি টেনেছেন বলে জানিয়েছেন মাহি। কয়েকবার প্রতিষ্ঠানটিতে ফেরার গুজব উঠলেও শেষ পর্যন্ত তা আর হয়নি। এদিকে মাহিকে নিয়ে নির্মিতব্য জাজের 'অনেক দামে কেনা' ছবিটি আটকে আছে অনেক দিন ধরে। পরিচালক জাকির হোসেন রাজু চেষ্টা করছিলেন ছবিটি কোরবানির ঈদে মুক্তি দিতে। এরই মধ্যে ছবির একটি পোস্টারও প্রকাশ করা হয়েছে নেট দুনিয়ায়। চার্লি চ্যাপলিনের বিখ্যাত ছবি ‘সিটি লাইট’ এর ছায়া অবলম্বনে চলচ্চিত্রটি নির্মাণ করেছেন জাকির হোসেন রাজু। এ ছবির মাধ্যমে দীর্ঘদিন পর নতুন ছবি নিয়ে বড় পর্দায় হাজির হতে যাচ্ছেন ডিপজল। আর এ ছবিতে তাকে মাহির প্রেমিক চরিত্রে দেখা যাবে। গল্পে দেখা যাবে ডিপজল একজন ভালো মানুষ। একাকিত্বের জ্বালায় রাতে শহরে ঘুরে বেড়ান আর দুস্থ মানুষকে সেবা করেন। বাপ্পী তাকে বড় ভাইয়ের মতো শ্রদ্ধা করেন। একসময় বাপ্পীকে নিজের অতীত জীবনের দুঃখের কথা জানান ডিপজল। তখন ফ্ল্যাশব্যাকে ওঠে আসে মাহির সঙ্গে তার ভালোবাসার সম্পর্কের কথা। বেশ কিছু কারণে আটকে ছিল ছবিটির শুটিং। মাহির শিডিউল মিললেও ছবির নায়ক বাপ্পীর শিডিউল মেলাতে বেশ কাঠখড় পোড়াতে হয়েছে তার। অবশেষে সব সমস্যার সমাধান করেছেন রাজু। বিরতি ভেঙে ২৫ নভেম্বর থেকে ফের শুরু হচ্ছে। এ পর্বে কক্সবাজার ও ঢাকার বিভিন্ন লোকেশনে দৃশ্যধারণ হবে। আর চলবে ৩০ নভেম্বর পর্যন্ত। ছবির শুধুমাত্র ২টি গানের দৃশ্যধারণ বাকি ছিল। এছাড়া বাকি অংশের দৃশ্যধারণ শেষে এডিটিং ও ব্যাকগ্রাউন্ড মিউজিক বা সাউন্ড এর কাজ শেষ। ১৮ নভেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে