বিনোদন ডেস্ক: মাঝরাত, ঘড়ির কাটা বলছে সোয়া ১টা। ট্রেনের বার্থে ঘুমচ্ছিলেন দক্ষিণী অভিনেত্রী সানুষা সন্তোষ। হঠাৎ ঠোঁটের কিছু একটা চাপ অনুভব করেন তিনি। সঙ্গে সঙ্গে ভেঙ্গে যায় ঘুম। অচেনা কেউ তাঁর ঠোটের ওপর জোরে জোরে হাত ঘষছে। ভারতের ম্যাঙ্গালুরু সেন্ট্রাল থেকে তিরুঅনন্তপুরম যাওয়ার পথে মাভেলি এক্সপ্রেসে আজ এই ঘটনা ঘটেছে বলে সংবাদ প্রকাশ করেছে এবিপি আনন্দ।
এসি টু টিয়ার কোচে করে যাচ্ছিলেন ২৩ বছরের দক্ষিণী অভিনেত্রী সানুষা সন্তোষ। সানুষা লোকটির হাত চেপে ধরে আঙুল মুচড়াতে সঙ্গে সঙ্গে চিৎকার করে নীচের বার্থের যাত্রীসহ অন্যদের সাহায্য চান। কিন্তু দেননি কেউ যাত্রীরাও। শেষে এগিয়ে আসেন তাঁর ছবির চিত্রনাট্যকার উন্নি ও রঞ্জিত নামে এক যাত্রী। তারা বিষয়টি জানান টিকিট চেকারকে। তারা পরের স্টেশনের পুলিশকে জানান খবরটি। পরের স্টেশন ত্রিশূরে ট্রেন দাঁড়ালে অভিযুক্তকে পুলিশ গ্রেফতার করে।
এবিপি আনন্দের খবর মতে, পুলিশকে সানুষা নিজের বিবৃতি দেন, সেই ট্রেনেই যাত্রা করেন তিরুঅনন্তপুরম। অভিযুক্তকে ১৪ দিনের জন্য পুলিশি হেফাজতে পাঠানো হয়েছে।-এবিপি আনন্দ
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস