শুক্রবার, ০২ ফেব্রুয়ারী, ২০১৮, ০৫:১২:৪৭

ছিড়লো বাঁধন! সম্পর্ক ভাঙলো ‘সনম রে’ জুটির!

ছিড়লো বাঁধন! সম্পর্ক ভাঙলো ‘সনম রে’ জুটির!

বিনোদন ডেস্ক : পুলকিত সম্রাটের জন্য ইয়ামি গৌতম অসুবিধায় পড়ছেন, সেই খবর আমরা দিয়েছিলেন আপনাদের। কিন্তু, পুলকিতের সঙ্গে কি ইয়ামির বিচ্ছেদ হয়ে গিয়েছে? সম্প্রতি এমন গুঞ্জনই শোনা যাচ্ছে বি টাউনের আনাচে কানাচে।

ইন্ডিয়া ডট কম-এর খবর অনুযায়ী, ‘ভিরে কি ওয়েডিং’-এর প্রমোশনের একটি ইভেন্টে হাজির হয়েছিলেন পুলকিত সম্রাট। সেখানে ভ্যালেন্টাইস ডের পরিকল্পনা নিয়ে প্রশ্ন করা হয় পুলকিতকে। প্রেম দিবসের পরিকল্পনা নিয়ে প্রশ্ন করা হলে, প্রথমে বিষয়টি হেসে উড়িয়ে দেন পুলকিত।

এরপর স্পষ্ট জানান, ওই দিনটি নাকি তিনি নিজের পোষ্যের সঙ্গে কাটাবেন। শুধু তাই নয়, নিস্বার্থভাবে তাকে কে ভালবাসবে যে তিনি তার কাছে যাবেন? এভাবেই সংবাদমাধ্যমের দিকে পাল্টা প্রশ্ন ছুঁড়ে দেন পুলকিত।

‘সনম রে’ অভিনেতার ওই মন্তব্যের পর থেকেই শুরু হয় জল্পনা। এবার কি তাহলে ইয়ামি গৌতমের সঙ্গে বিচ্ছেদই হয়ে গেল পুলকিতের? সে বিষয়ে অবশ্য দু’জনের কেউই কোনও মন্তব্য করেননি। তবে ইয়ামি গৌতমের জন্যই নাকি স্ত্রী শ্বেতা রোহিরার সঙ্গে বিচ্ছেদ হয়ে যায় পুলকিতের।

২০১৪ সালে সালমানের ‘রাখি বোন’ শ্বেতা রোহিরার সঙ্গে গাঁটছড়া বাঁধলেও ‘সনম রে’-র শুটিংয়ের সময় নাকি ইয়ামির সঙ্গে সম্পর্কে জড়ান পুলকিত। আর তা থেকেই শুরু হয় অশান্তি। এরপরই ইয়ামি গৌতমের সঙ্গে ‘লিভ ইন’ শুরু করেন পুলকিত।
এমটিনিউজ/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে