শুক্রবার, ০২ ফেব্রুয়ারী, ২০১৮, ০৭:০৪:০৭

এই অভিনেত্রীর জন্য দীপিকাকে বাদ দিয়েছিলেন পরিচালক মাজিদি!

এই অভিনেত্রীর জন্য দীপিকাকে বাদ দিয়েছিলেন পরিচালক মাজিদি!

বিনোদন ডেস্ক : ২৯ জানুয়ারি মুক্তি পেয়েছে ইরানিয়ান পরিচালক মাজিদ মাজিদির নতুন ছবি “বিয়ন্ড দা ক্লাউডস”এর ট্রেলার। বেশ সাড়া ফেলেছে ট্রেলারটি। এরই মধ্যে ভিউয়ার্স সংখ্যা ৫০ লাখ ছাড়িয়েছে। ছবিতে মুখ্য চরিত্রে রয়েছেন শাহিদ কাপুরের ভাই ঈশান খট্টর।

বিশেষ চরিত্রে অভিনয় করেছেন মালবিকা মোহনান। প্রথমে ওই চরিত্রে দীপিকা পাড়ুকোনের অভিনয় করার কথা সামনে আসে। এমনকী মুম্বইয়ের ধোবিঘাটে অন্য লুকে দেখা মিলেছিল দীপিকার। সেই ছবি ভাইরালও হয়েছিল। গুঞ্জন শোনা গেলেও ছবির পরিচালক সাফ জানিয়ে দেন, আগাগোড়া নতুন মুখ নিয়ে কাজ করতে চাই।

তারপরই ছবির অফার চলে যায় মালয়ালম অভিনেত্রী মালবিকা মোহনানের কাছে। বিখ্যাত সিনেমাটোগ্রাফার কে ইউ মোহনানের মেয়ে মালবিকা। “ডন”, “রইজ়”, “ফুকরে”, “তালাশ”এর মতো ছবির সিনেমাটোগ্রাফি করেছেন তিনি।

কেরালার কুন্নড়ের বাসিন্দা হলেও ছোটো থেকে মুম্বইতেই বড় মালবিকা। ২০১৩ সালে প্রথম মালয়ালম ছবি “পট্টম পোলে”-তে অভিনয় করেন। প্রথম ছবিতেই নজর কাড়েন। এছাড়াও বেশকিছু মালয়ালম ছবিতে অভিনয় করেছেন।

এমটিনিউজ/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে