কবিতার ছন্দে অমিতাভ বললেন ‘ওরাই এখন আর আমরা তখন’
বিনেদান ডেস্ক : আরাধ্যার চতুর্থ জন্মদিন উপলক্ষ্যে নাতনির জন্য কবিতা লিখলেন বলিউড মেগাস্টার অমিতাভ বচ্চন। বাবা হরিবংশ রাই বচ্চন ছিলেন বিখ্যাত কবি। ফলে, ৭৩ বছরের অভিনেতার রক্তের মধ্যেই রয়েছে ছন্দ। নিজের কবিতায় অমিতাভ শৈশবের নিষ্পাপ মন এবং সারল্যকে ছুঁতে চেয়েছেন। সোমবারই ছিল আরাধ্যার চতুর্থ জন্মদিন। এদিন নিজের ব্লগে কবিতার দু’কলি তুলে ধরেন অমিতাভ। বিগ বি লিখেছেন, শিশুরাই পৃথিবী...ওরাই প্রকৃতির সেরা উপহার...ওরা নবজাতক....ওরা শিশু...ওরা জিনিয়াস...ওরাই আমাদের ভূত এবং ভবিষ্যৎ...ওরাই এখন আর আমরা তখন। তিনি আরও লেখেন, শিশুরাই মানবতা, পুরুশত্ব ও নারীত্বের সেরা প্রতীক।
১৯, নভেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/এসপি/এমইউ