শনিবার, ০৩ ফেব্রুয়ারী, ২০১৮, ০৩:২৬:৪৭

উদ্দেশ্যে ছিল অস্ট্রেলিয়ার, কিন্তু বিমানবন্দর থেকে ফিরে এলেন শাবনূর

উদ্দেশ্যে ছিল অস্ট্রেলিয়ার, কিন্তু বিমানবন্দর থেকে ফিরে এলেন শাবনূর

বিনোদন ডেস্ক :  উদ্দেশ্যে ছিল অস্ট্রেলিয়ার, কিন্তু বিমানবন্দর থেকে ফিরে এলেন শাবনূর।  ‘আমার অস্ট্রেলিয়ায় যাওয়ার কথা ছিল, কিন্তু যেতে পারিনি। সেদিন বিমানবন্দর থেকে ফেরত এলাম, কারণ আমার ভিসা শেষ। আমি তো টিকেট নিয়ে দাঁড়িয়েছি।

তখন আমার পাসপোর্ট পরীক্ষা করে দেখা যায়, আমার ভিসা শেষ হয়ে গেছে। যে কারণে যাওয়া একটু পিছিয়েছে। এখন আবার নতুন করে ভিসার জন্য আবেদন করেছি, কিছুদিনের মধ্যে অস্ট্রেলিয়া চলে যাব।’ কথাগুলো একটি অনলাইন পোর্টালকে বলছিলেন ঢাকাই ছবির একসময়ের জনপ্রিয় অভিনেত্রী শাবনূর।

নতুন ছবিতে কাজের বিষয়ে জানতে চাইলে শাবনূর বলেন, ‘আসলে অভিনয় করার সাহস পাচ্ছি না। শারীরিকভাবে নিজেকে ফিট করতে পারছি না, আর পারব বলেও মনে হচ্ছে না। কারণ আমি খেতে অনেক ভালোবাসি। কিছু খাবার আছে, যার গন্ধ পেলে আমার আর হুঁশ থাকে না। এমন অবস্থায় কেমন করে অভিনয় করব, বুঝতে পারছি না। যে কারণে আপাতত কোনো অভিনয় করছি না।’

ছবি প্রযোজনা প্রসঙ্গে শাবনূর বলেন, ‘চলচ্চিত্র আর আড্ডা, এ দুটি আমার রক্তে মিশে আছে। বেশ কয়েক মাস এখানে কাটালাম। প্রচুর আড্ডা দিয়েছি। আমার যেহেতু চলচ্চিত্রের বাইরে তেমন বন্ধু নেই, তাই এদের সঙ্গেই চলেছে আড্ডা, এরই মধ্যে কিছু পরিকল্পনাও করেছি।

তবে কবে থেকে তা শুরু করব, বলতে পারছি না। কিছু একটা তো করবই। সবাই দোয়া করবেন আমার ছেলের জন্য, আমি যেন তাকে মানুষ করতে পারি। এ মুহূর্তে আমি তাকে ছাড়া আর কিছু ভাবতে পারি না।’

এমটিনিউজ২৪/এম.জে/ এস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে