শনিবার, ০৩ ফেব্রুয়ারী, ২০১৮, ০৩:৪১:০৫

ইরেশকে শুভকামনা জানিয়ে সাজু খাদেম, ‘হলুদ মাখা শেষ, তারপর...

ইরেশকে শুভকামনা জানিয়ে সাজু খাদেম, ‘হলুদ মাখা শেষ, তারপর...

বিনোদন ডেস্ক :  ছিলেন ভিলেন, গোপনে হলেন প্রেমিক পুরুষ। সে পরিচয় ছাপিয়ে অভিনেতা ইরেশ যাকের ৪ ফেব্রুয়ারি হয়ে যাবেন অভিনেত্রী মিম রশিদের স্বামী। এর আগে গত ২ ফেব্রুয়ারি সন্ধ্যায় ইরেশের বনানীর বাসায় হয়ে গেল ‘গায়ে হলুদ ও মেহেদী অনুষ্ঠান’। রাত আটটায় শুরু চলে প্রায় বারটা পর্যন্ত।

এতে দুই পরিবারের সদস্য, তাঁদের খুব কাছের বন্ধু ও আত্মীয়-স্বজন উপস্থিত ছিলেন। সব মিলিয়ে বলা চলে শ খানেক অতিথি ছিলেনন এই অনুষ্ঠানে। গায়ে হলুদ অনুষ্ঠানের ছবি সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে পোস্ট করে তাদের নতুন জীবনের জন্য শুভেচ্ছা জানাচ্ছেন অনেকেই।

ইরেশকে শুভকামনা জানিয়ে সাজু খাদেম, ‘হলুদ মাখা শেষ, তারপর আর সে সময়কার তোলা কয়েকটি সেলফি জনপ্রিয় অভিনেতা সাজু খাদেম তার ফেসবুকে শেয়ার করে লিখেছেন, ‘হলুদ মাখা শেষ, এখন লবন ছিটা দিয়ে রান্না তারপর…!!!! কনগ্রাচুলেশন ইরেশ যাকের। অনেক অনেক শুভ কামনা।’

চলতি বছরের জানুয়ারি মাসের শুরুর দিক থেকেই শোনা যায় ইরেশ-মিমের বিয়ের গুঞ্জন। এরপর ১৩ জানুয়ারি ইন্সটাগ্রামে পোস্ট করা ইরশে যাকের ও মিমের একটি ছবি বিষয়টিকে আরও ঘনিভূত করে তোলে। ছবির ক্যাপশনে ইরেশ ওয়েডিং সিজন হ্যাশট্যাগটি ব্যবহার করেন।

কিন্তু দুই পরিবারের পক্ষ থেকে কেউই এত দিন মুখ খোলেননি। বিয়ের বিষয়টি এড়িয়ে যান দুই পরিবারের সবাই। অবশেষে গত শুক্রবার সকালে ইরেশের বিয়ের বিষয়টি নিশ্চিত করেন তাঁর মা অভিনেত্রী সারা যাকের। তিনি জানান, গত জানুয়ারি মাসের শেষ দিকে দুজনের আংটিবদল হয়েছে।

এছাড়া ৪ ফেব্রুয়ারি সন্ধ্যায় ঢাকার একটি কনভেনশন সেন্টারে ইরেশ ও মিমের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে। এ বছর মার্চে নেপালের কাঠমান্ডুতে বউভাত অনুষ্ঠান করবেন তাঁরা। জানা গেছে, ইরেশ ও মিমের বিয়ের কথাবার্তা পাকাপাকি করতে গত ২৭ জানুয়ারি সন্ধ্যায় দুই পরিবারের সদস্যরা একসঙ্গে বসেন। সেদিন বিয়ের সব আনুষ্ঠানিকতা নিয়ে তাঁরা আলোচনা করেন।

ইরেশ যাকের চলচ্চিত্র ও টিভি নাটকে অভিনয়ের পাশাপাশি উপস্থাপনাও করছেন। শিহাব শাহীনের ‘ছুঁয়ে দিলে মন’ চলচ্চিত্রে অভিনয় করে শ্রেষ্ঠ খল চরিত্র অভিনেতা হিসেবে ২০১৫ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন। ইরেশের হবু স্ত্রী মিম রশিদ, তিনি ছোট পর্দার তারকা মিথিলার বড় বোন। মূলত ক্যামেরার পেছনেই বেশি কাজ করেন।

এমটিনিউজ২৪/এম.জে/ এস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে