স্পোর্টস ডেস্ক: যে উইকেটে সাতশর ওপর রান করেছে শ্রীলঙ্কা, দ্বিতীয় উইকেটে ৩০৮ রানের জুটি গড়েছে, সেই উইকেটে দ্বিতীয় ই্নিংসে ব্যাটিংয়ে নেমে খাবি খাচ্ছে বাংলাদেশের ব্যাটসম্যানরা। ইমরুল কায়েসের পর ফিরে গেছেন দেশসেরা ওপেনার তামিম ইকবাল। একের পর এক হাফ সেঞ্চুরির ইনিংস খেলা তামিম আজ সান্দাকানের বলে উইকেটের পেছনে ক্যাচ দেওয়ার আগে করেছেন ৪১ রান। ৭৬ রানে ২ উইকেট হারিয়ে কাঁপছে বাংলাদেশ। দিনের ৩ ওভার খেলা আরও বাকী।
শ্রীলঙ্কার চেয়ে ২০০ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে সতর্ক শুরু করে বাংলাদেশের দুই ওপেনার তামিম ইকবাল এবং ইমরুল কায়েস। ধীরে ধীরে হাত খুলতে শুরু করেন তামিম। জুটিতে এসে যায় ৫২ রান। এমন সময় হঠাৎ ছন্দপতন। ভালো খেলতে খেলতে পেরেরার বলে বাজে শটে ক্যাচ তুলে দেন ইমরুল কায়েস (১৯)। শেষ বিকেলে এই দুই ধাক্কা ম্যাচ বাঁচানোটা কঠিন করে দিল।
বাংলাদেশের প্রথম ইনিংসে করা ৫১৩ রানের জবাবে ৯ উইকেটে ৭১৩ রান তুলে ইনিংস ঘোষণা করে শ্রীলঙ্কা। আজ শনিবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ৩ উইকেটে ৫০৪ রান নিয়ে চতুর্থ দিনের খেলা শুরুর পর প্রথম সেশনেই আগের দিন ৮৭ রানে অপরাজিত থাকা রোশান সিলভা ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি তুলে নেন। ক্যারিয়ারের দ্বিতীয় টেস্ট খেলতে নামা এই তরুণ তিন অংকে পৌঁছতে ১৯৭ বলে হাঁকান ৬ চার এবং ১ ছক্কা। অবশ্য ব্যক্তিগত ১ রানেই ফিরতে পারতেন রোশান। উইকেটকিপার লিটন দাসের সৌজন্যে নিশ্চিত স্টাম্পিং থেকে বেঁচে যান তিনি।
শ্রীলঙ্কার প্রথম ইনিংসে তৃতীয় সেঞ্চুরির পর ক্যারিয়ারের ১৬তম হাফ সেঞ্চুরি তুলে নেন অধিনায়ক দিনেশ চান্দিমালও। দুজনের চতুর্থ উইকেট জুটিতে আসে ১৩৫ রান। মেহেদী মিরাজের বলে ২৩০ বলে ৬ চার ১ ছক্কায় ১০৯ রান করা রোশন উইকেটের পেছনে ক্যাচ দিলে ভাঙে এই জুটি। এরপর নিরোশান ডিকাভেলাকে সঙ্গী করে ৬৩ রানের পঞ্চম উইকেট জুটি গড়েন অধিনায়ক চান্দিমাল (৮৭)।
তাইজুলের বলে বোল্ড হয়ে ইনিংসের চতুর্থ সেঞ্চুরিয়ান হতে পারেননি লঙ্কান অধিনায়ক। হাফ সেঞ্চুরি করে মেহেদী মিরাজের তৃতীয় শিকার হয়ে ফিরেছেন নিরোশান ডিকাভেলা (৬২)। প্রিয় শট রিভার্স সুইপ খেলতে গিয়েই লিটন দাসের গ্লাভসবন্দি হন তিনি। লঙ্কান মিডল অর্ডার ব্যাটসম্যান দিলরুয়ান পেরেরাকে (৩২) এলবিডাব্লিউ করে প্রথম টেস্ট উইকেটের দেখা পান অভিষিক্ত স্পিনার সানজামুল ইসলাম। রিভিউ নিলেও শেষরক্ষা হয়নি পেরেরার।
তাইজুলের চতুর্থ শিকার হন সুরঙ্গা লাকমাল (৯)। এরপরেই ইনিংস ঘোষণা করে শ্রীলঙ্কা। ৬৭.৩ ওভার বল করে ২১৯ রান দিয়ে সর্বাধিক ৪ উইকেট শিকার করেছেন তাইজুল। ৩ উইকেট নিয়েছেন মিরাজ। ১টি করে নিয়েছেন মুস্তাফিজ এবং সানজামুল।
এমটি নিউজ/আ শি/এএস