বিনোদন ডেস্ক: অভিনয় শিল্পীদের মধ্যে এক আদর্শ দম্পতি হলেন ওমর সানি- মৌসুমী। অভিনয় জগতে তারা যেমন সফল, তেমনি সফল বাস্তব জীবনেও। ওমর সানি ১৯৯৬ সালের ২ আগষ্ট চিত্রনায়িকা মৌসুমী’র সাথে বিবাহ বন্ধনে আবন্ধ হন। দাম্পত্য জীবনে তারা ছেলে ফারদিন এহসান স্বাধীন এবং মেয়ে ফাইজাকে নিয়ে খুব সুখে শান্তিতে জীবনযাপন করছেন।
আজ ফারদিনের জন্মদিন। তিনি ১৯৯৭ সালে আজকের এ দিনে জন্মগ্রহণ করেন। শুভ জন্মদিন ফারদিন। এমটি নিউজের পক্ষ থেকে আপনার জন্য রইলো অনেক অনেক শুভ কামনা। এদিকে জন্মদিনে উপহার স্বরুপ ছেলের সুস্থতা কামনা করেন ওমর সানি।
ছেলেকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে গিয়ে ওমর সানি ফেসবুক পেইজে লিখেছেন, ‘আজ আমার ছেলে ফারদিন এহসান স্বাধীন’র শুভ জন্মদিন। ১৯৯৭ সালের এ দিনে সিঙ্গাপুর ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে মহান আল্লাহপাক তোমাকে পৃথিবীতে আনেন। তোমার ‘মা’ আর আমি পৃথিবীর স্বর্বোচ্চ ভালোবাসা, আদর, স্নেহ দিয়ে আল্লাহর রহমতে তোমাকে গড়ে তুলেছি।’
‘তুমি সুস্থ থাক, ভালো থাক এই দোয়া করি (সর্বদা) মহান আল্লাহর দরবারে। আল্লাহ ও রাসুলের হুকুম, আমাদের ভক্ত ও সমাজের সমস্ত মানুষের দোয়া নিয়ে তুমি চল এটাই তোমার কাছে আশা করি। আপনাদের সবার কাছে আমার সন্তানের জন্য দোয়া কামনা করি।’
এমটি নিউজ/এপি/ডিসি