শনিবার, ০৩ ফেব্রুয়ারী, ২০১৮, ০৮:০৬:৪১

নতুন কোন ছবি বানাচ্ছেন সঞ্জয় লীলা বনসালি?

নতুন কোন ছবি বানাচ্ছেন সঞ্জয় লীলা বনসালি?

বিনোদন ডেস্ক: তিনি একজন মাস্টারমেকার। তাঁর হাত দিয়েই তৈরি হয়েছে সাম্প্রতিক সময়ের বলিউডের রেকর্ড-ব্রেকার ম্যাগনাম ওপাস 'পদ্মাবত'। কাজপাগল এই দুঁদে পরিচালক জানেন, কিভাবে কাজ করতে হয় এবং কাজ করিয়ে নিতে হয়। তাই, একটা ছবি বাজারে আসার পরপরই তিনি ভাবতে শুরু করেছেন তাঁর পরবর্তী ছবি নিয়ে।

'বাজিরাও মাস্তানি'র পরিচালক তাঁর পরবর্তী ছবি নিয়ে ইতিমধ্যে আলোচনা শুরু করেছেন। যদি অনুমতি মেলে এটা হতে পারে সেলিব্রিটি লেখক অমিশ ত্রিপাঠির আলোচিত মিথলজিক্যাল ফ্যান্টাসি শিব ট্রিলজির প্রথম উপন্যাস 'দি ইমমর্টালস অব মেলুহা'। এখন এটা নিয়েই লেখকের সাথে আলোচনা করছেন নন্দিত পরিচালক সঞ্জয়।

এ প্রসঙ্গে লেখক অমিশ ত্রিপাঠির কাছে জানতে চাইলে তিনি বলেন, আলোচনা চলছে, বলার মতো কোনো অগ্রগতি নেই।

একটি সেমিনার চলাকালে লেখকের কাছে জানতে চাইলে তিনি বলেন, আমার এই এপিক গল্পটি নিয়ে অনেকেই আগ্রহ প্রকাশ করবে না। কেননা, এই গল্পটিকে চলচ্চিত্রে রূপদান বেশ কষ্টসাধ্য। আর অল্প ক'জন পরিচালক আছেন, যাঁরা এটি পারবেন।

এর আগে, বইটির স্বত্ব নিয়েছিলেন করণ জোহর। তিনি হৃতিক ও দীপিকাকে নিয়ে এটি নির্মাণ করতে চেয়েছিলেন। কিন্তু শেষ পর্যন্ত সেই প্রকল্প আলোর মুখ দেখেনি। আত্মসমর্পণ করতে হয়েছিল করণকে।

এবার যদি সঞ্জয় এটি নির্মাণ করতে পারেন, তাহলে হয়তো পৃথিবী জানবে কী লেখা আছে এই মিথ ফ্যান্টাসি 'দি ইমমর্টালস অব মেলুহা'তে।
সূত্র : ডেকন ক্রনিকল
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে