শনিবার, ০৩ ফেব্রুয়ারী, ২০১৮, ০৮:২২:০১

দুর্বৃত্তের গুলিতে নিহত অভিনেত্রী সুমবাল খান

দুর্বৃত্তের গুলিতে নিহত অভিনেত্রী সুমবাল খান

বিনোদন ডেস্ক: পাকিস্তানি অভিনেত্রী সুমবাল খান দেশটির শেখ মালতুন শহরে নিজ বাড়িতে কয়েকজন দুর্বৃত্তের ছোড়া গুলিতে নিহত হয়েছেন। আজ শনিবার এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে দেশটির সংবাদ মাধ্যম ডন।

স্থানীয় পুলিশ সূত্রের বরাত দিয়ে সংবাদ মাধ্যম ডন জানায়, শেখ মালতুন শহরে অভিনেত্রী সুমবাল খানের বাড়িতে গিয়ে সশস্ত্র তিনজন দুর্বৃত্ত অভিনেত্রীকে তাদের একটি ব্যক্তিগত অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য দাবি জানায়। সুমবাল খান তাদের প্রস্তাবে রাজি না হওয়ায় ওই তিন সশস্ত্র সন্ত্রাসী তার বাড়ি ভাংচুর করে তার ওপর গুলি চালায়।
দেশটির পুলিশ জানায়, তিনজনকে ইতিমধ্যেই চিহ্নিত করা হয়েছে এবং পুলিশ তাদের অনুসন্ধান করছে।
এমটি নিউজ/এপি/ডিসি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে