শনিবার, ০৩ ফেব্রুয়ারী, ২০১৮, ০৯:২১:২৫

‌‘‌গ্যাংনাম স্টাইল’ থেকে ‘‌টুনির মা’‌!‌‌ নেচেই চলেছেন রণবীর সিং

‌‘‌গ্যাংনাম স্টাইল’ থেকে ‘‌টুনির মা’‌!‌‌ নেচেই চলেছেন রণবীর সিং

বিনোদন ডেস্ক : কর্ণী সেনার চোখরাঙানিতে লাভ হয়নি। কয়েকটি রাজ্য বাদ দিলে রমরমিয়ে ব্যবসা করেছে ‘‌পদ্মাবত’‌। দর্শকদের মন জিতে নিয়েছেন আলাউদ্দিন খলজির ভূমিকায় অভিনয় করা রণবীর কাপুর। তবে এরই মধ্যে নতুন করে ভাইরাল হয়েছে রণবীরের ‘‌খলবলি’‌ নাচের ভিডিও।

অবশ্য অন্য কারণে। রণবীরের এই নাচের সঙ্গে এই গানের ভিডিও আগেই সুপারহিট হয়েছে। তবে এবার নবরূপে দেখা যাচ্ছে রণবীরকে। কখনও ‘‌গ্যাংনাম স্টাইল’‌ গানের সঙ্গে কখনও ‘‌টুনির মা’‌ গানের সঙ্গে চালানো হয়েছে রণবীরের নাচ।

কেউ আবার শাকিরার ‘‌হিপ্‌স ডোন্ট লাই’‌ কখনও আবার ব্যবহার করা হচ্ছে ‘‌নাক্কামুকা’‌ কিংবা রিকি মার্টিনের ‘‌ওলে ওলে’‌–র মতো গানও। সব মিলিয়ে এই ভিডিওগুলো এখন ভাইরাল।‌

এমটিনিউজ/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে