রবিবার, ০৪ ফেব্রুয়ারী, ২০১৮, ১২:১৭:১১

আলিয়া ভাট্টের প্রতি হিংসায় ক্যাটরিনা কাইফ!

আলিয়া ভাট্টের প্রতি হিংসায় ক্যাটরিনা কাইফ!

বিনোদন ডেস্ক : শুধু বন্ধু নয়, আলিয়া ভাট্টকে বোনের মতোই ভালোবাসেন ক্যাটরিনা কাইফ। কখনও বাদশা খানের জন্মদিনের জলসায়, আবার কখনও পার্টিতে- প্রায়শই দুই অভিনেত্রীকে একসঙ্গে দেখা যায়। তবে ভালোবাসার পাশাপাশি প্রবল হিংসাও রয়েছে আলিয়ার প্রতি। এমনই স্বীকার করেছেন ক্যাট এক রিয়ালিটি শোর মঞ্চে।

এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি অভিনেত্রী নেহা ধুপিয়ার সঞ্চালনায় রিয়ালিটি শো-এ বিশেষ অতিথি হিসাবে এসেছিলেন ক্যাটরিনা কাইফ এবং আলিয়া ভাট্ট। একে-অপরকে অপছন্দ করার প্রশ্নে মজার ছলে ক্যাট বলে বসেন, করণ জোহরের সঙ্গে খুব ভাল বন্ধুত্ব আলিয়ার, যা তার ঘোর না-পছন্দ।

তবে আলিয়াকে শুধু এই কারণেই অপছন্দ করেন কি না ক্যাট তা সঠিক ভাবে বলা যাচ্ছে না। কারণ, তার সাবেক প্রেমিক রণবীর কাপূরের সঙ্গে আজকাল বেশ ঘনিষ্ঠ অবস্থায় দেখা যাচ্ছে আলিয়াকে। দু'জনে একসঙ্গে কাজও করতে চলেছেন একটি ছবিতে। কিছু দিন আগেই অভিনেত্রীর বাড়িতে রাত কাটাতেও দেখা গিয়েছিল বলিউডের 'চকোলেট বয়'কে।

ব্যাপারটা ভাল ভাবে যে নিচ্ছেন না ক্যাটরিনা, তা নিয়ে জোর গুঞ্জন বলিউডে। রণবীরের সঙ্গে 'সুসম্পর্ক'-র জন্যই কি চিড় ধরছে দুই বান্ধবীর বন্ধুত্বে? সে উত্তর তো সময়ই দেবে।
এমটিনিউজ/এসবি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে