রবিবার, ০৪ ফেব্রুয়ারী, ২০১৮, ১০:০৭:২৩

ইসলাম প্রচারে লন্ডন গেলেন নায়ক অনন্ত জলিল

ইসলাম প্রচারে লন্ডন গেলেন নায়ক অনন্ত জলিল

বিনোদন ডেস্ক: রুপালী পর্দার হিপহপ নায়ক অনন্ত জলিল আগের মতো নেই। এখন তিনি পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করেন। ব্যবসায়িক ব্যস্ততার ফাঁকে সময় পেলেই হাদিসের বই পড়ছেন।

অফিসের কাজের বিরতিতে কুরআন তিলাওয়াত করছেন। এই নায়কের পোশাকেও এসেছে আমূল পরিবর্তন। এসব কিছুর পরেও অনন্ত জলিল এখন ইসলাম ধর্মের প্রসারে নিবেদিত প্রাণ।

সময় পেলেই রাজধানীসহ বিভিন্ন স্থানে তাবলীগ জামাতের সঙ্গে ধর্ম প্রচার করছেন। এবার দেশ ছাড়িয়ে, সুদূর লন্ডনে ধর্ম প্রচারে করতে ঢাকা ত্যাগ করেছেন এজে গ্রুপের এই কর্ণধার।

রোববার (৪ জানুয়ারি) সন্ধ্যা সাতটার ফ্লাইটে লন্ডন উড়াল দিয়েছেন অনন্ত জলিল।  খবরটি জানিয়েছেন এই নায়কের ব্যক্তিগত সহকারি আরাবি।

তিনি বলেন, ইসলাম প্রচার ও তিন দিনের জন্য চিল্লায় যোগ দিতেই স্যার (অনন্ত জলিল) লন্ডন গেছেন। এরপর ব্যক্তিগত ও ব্যবসায়িক কাজ শেষে ১০ তারিখ ঢাকা ফিরতে পারেন।

জানা গেছে, এ যাত্রায় অনন্ত জলিলের সঙ্গী হিসেবে রয়েছেন মাওলানা উসামা ও বিউটি এক্সপার্ট মনির হোসেন।
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে