বিনোদন ডেস্ক : আনিকা কবির শখ, বাংলাদেশি মডেল ও অভিনেত্রী। ভক্তদের কাছে শখ নামেই তিনি অধিক পরিচিত। নিজের অসাধারণ চোখ ও সুন্দর হাসি দিয়ে ক্যারিয়ারের শুরু থেকেই জয় করে নিয়েছেন ভক্তদের হৃদয়।
দেশের প্রায় সবগুলো জনপ্রিয় ব্র্যান্ডের মডেল হয়েছেন তিনি, কাজ করেছেন নাটক এবং সিনেমায়। যদিও বছর খানিক ধরে টেলিভিশনের পর্দায় খুব একটা দেখা যায়নি তাকে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তার অ্যাকাউন্টে রয়েছে তিন লক্ষেরও বেশি ফলোয়ার, তবে বন্ধু আছে মাত্র ২৪১ জন!
শুনলে অবাক হবেন, এদের সবাই নারী। ভক্ত-অনুরাগীদের সঙ্গে নিজের যোগাযোগ মজবুত রাখতে যদিও প্রতিনিয়ত নিজের প্রোফাইল আপডেট রাখেন শখ, তবে পুরুষ বন্ধুদের প্রতি তার অ্যালার্জি স্পষ্ট!
পুরুষ ভক্তদের যন্ত্রণায় বিরক্ত হয়ে যা বললেন শখ : -
সম্প্রতি নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে বন্ধু তালিকার একটি স্ক্রিনশট পোষ্ট করেন শখ। সেখানে তিনি লিখেন- `২৪১ বন্ধু। সবই মেয়ে। ছেলেদের লিস্টে অ্যাড করি না বলেই কল দিতেই থাকে, তার জন্য মেসেঞ্জার ইউজ করি খুব কম।
যাই হোক, একটা গ্রুপ খুলতে চাচ্ছি মেয়েদেরকে নিয়ে আর পরিচিত কিছু ফেসবুক স্পেশালিষ্ট নিয়ে। সবার সাথে কথা বলা সম্ভব না, আমি একজনকে দায়িত্ব দিব, সে সিইও হিসেবে থাকবে।’ ২০০২ সালে শিশুশিল্পী হিসেবে ‘স্বাক্ষর’ নামের একটি নাটকে অভিনয় করেন আনিকা কবির শখ। ধারাবাহিক নাটক ‘অদ্ভুতুরে’ এর মাধ্যমে বড়দের চরিত্রে অভিনয় শুরু হয় তার। এছাড়াও তিনি ‘এফএনএফ’, ‘ফিফটি ফিফটি’, ‘দিবা রাত্রি খোলা থাকে’, ‘রঙ’সহ আরো অনেক নাটকে অভিনয় করেন।
এড়াও তিনি সিটিসেল, বিডি গুঁড়া মসলা, ইউরো লেমন, তোশিন ফ্যান থেকে শুরু করে প্রচার-চলতি বাংলালিংকসহ বিভিন্ন কোম্পানির বিজ্ঞাপনচিত্রে কাজ করেছেন। শখ অভিনীত প্রথম বাংলা চলচ্চিত্র হচ্ছে ‘বলো না তুমি আমার’। ২০১৫ সালের ৭ জানুয়ারি রিয়েলিটি শো ‘সুপার হিরো-সুপার হিরোইন’ খ্যাত মডেল ও অভিনেতা নিলয় আলমগীরকে বিয়ে করেন শখ, তবে দু’ বছরের মাথায় গত বছরের জুলাই মাসে ভেঙে যায় এ তারকা জুটির প্রেমের সংসার।
এমটিনিউজ২৪/এম.জে/ এস