রবিবার, ০৪ ফেব্রুয়ারী, ২০১৮, ১০:২৮:০৫

চরম একটা শিক্ষা হলো : শাবনূর

চরম একটা শিক্ষা হলো : শাবনূর

বিনোদন ডেস্ক: অভিনেত্রী শাবনূরের ‘সেকেন্ড হোম’ অস্ট্রেলিয়া। বছরের বেশির ভাগ সময় সেখানে থাকেন। দু-তিন মাস পর পর যাওয়া-আসা করতে হয়। বিষয়টা যেন ডাল-ভাত। বিমানের টিকিট কাটেন আর উড়াল মারেন।

কিন্তু কে জানত, শুধু টিকিট কাটলেই চলে না, পাসপোর্টের সঙ্গে ভিসাটাও লাগে! এবার যেন সেটা হাড়ে হাড়ে টের পেলেন শাবনূর। আর তাই গত সপ্তাহে অস্ট্রেলিয়া যাওয়ার কথা থাকলেও বিমানবন্দর থেকে ফিরতে হয়েছে বাড়ি। ভিসার জন্য দৌড়াতে হয়েছে এমবাসিতে।

বেশ মজা করে শাবনূর ঘটনাটি বললেন, ‘চরম একটা শিক্ষা হলো। শুধু পাসপোর্ট আর টিকিটের দিকেই সব সময় খেয়াল করি। কিন্তু ভিসাটা যে আরো গুরুত্বপূর্ণ সেটা ভুলেই গিয়েছিলাম। সবাই জানে আমি অস্ট্রেলিয়া আসছি।

অথচ বিমানবন্দর থেকে ফিরতে হলো বাড়ি। আর এমন ভুল হবে না। শুধু শুধু কতগুলো টাকার ক্ষতি হয়ে গেল। টিকিটটাও জলে গেল।’

এবার তিন সপ্তাহের জন্য অস্ট্রেলিয়া যেতে চেয়েছিলেন শাবনূর। ফেরার সময় মাকে সঙ্গে আনার কথা ছিল।
এমটিনিউজ২৪.কম/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে