রবিবার, ০৪ ফেব্রুয়ারী, ২০১৮, ১১:৪০:১৩

রণবীর সিং এই বিশেষ তারিখটি মনে রাখতে বলছেন!

রণবীর সিং এই বিশেষ তারিখটি মনে রাখতে বলছেন!

বিনোদন ডেস্ক : ‘পদ্মাবত’-এ আলাউদ্দিন খিলজির রূপে প্রশংসা কুড়িয়েছেন রণবীর সিং। সদ্য হিট হওয়া ছবির হ্যাংওভারে রয়েছেন অভিনেতা! তার মধ্যেই আবার বিশেষ একটি দিন মনে রাখছেন, এবং দর্শকদের মনে রাখার অনুরোধ করেছেন রণবীর। বিষয়টা ঠিক কী?

না, যারা মনে মনে ‘দীপ-ভীর’, অর্থাৎ দীপিকা পাড়ুকোন ও রণবীর সিংয়ের চার হাত এক হওয়ার দিনের কথা ভাবছেন, বিষয়টা একেবারেই তেমনটা নয়। এক জন অভিনেতা তার দর্শকদের কাছে আগামী বছরের ৩০ অগস্ট দিনটি মনে রাখার আর্জি জানিয়েছেন।

আসলে, ২০১৯ সালের ৩০ আগস্ট মুক্তি পেতে চলেছে কপিল দেবের বায়োপিক ‘৮৩’। কপিলের বায়োপিকে ৮৩’র বিশ্বকাপ জয়ী ভারতীয় দলের অধিনায়কের ভূমিকায় দেখা যাবে রণবীর সিংকে। রোববার ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শ, ছবির নির্মাতারা এবং রণবীর নিজেও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন ছবি মুক্তির এই তারিখ।

গত বছর সেপ্টেম্বরে ছবির লঞ্চ পর্ব হয়েছিল। ১৯৮৩ সালের বিশ্বকাপ জয়ী ভারতীয় ক্রিকেট দলের সঙ্গে উপস্থিত ছিলেন বলিউডের সেলিব্রিটিরা। কপিল দেবের সঙ্গে এক মঞ্চে দেখা গিয়েছিল রণবীরকে। ছবির পরিচালক কবীর খান।

‘নিউ ইয়র্ক’, ‘এক থা টাইগার’ থেকে ‘ফ্যান্টম’— সব ছবিতেই কবীরের প্রথম পছন্দ ছিলেন ক্যাট। তাই ইন্ডাস্ট্রিতে জল্পনা, কবীরের পছন্দের অভিনেত্রী ক্যাটরিনাকেই কপিলের স্ত্রী রোমি দেবের ভূমিকায় কাস্ট করবেন তিনি। যদিও সরাসরি ছবির অভিনেত্রী কে হবেন তা নিয়ে এখনও কোনও মন্তব্য করেনি ৮৩-র টিম।
এমটিনিউজ/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে