সোমবার, ০৫ ফেব্রুয়ারী, ২০১৮, ০২:৫৬:৪৮

মর্মস্পর্শী কাহিনী ‘দাওয়াই’: হাসপাতালে গুরুতর অসুস্থ মা, কান্নায় ভেঙে পড়লেন মোশাররফ করিম

 মর্মস্পর্শী কাহিনী ‘দাওয়াই’: হাসপাতালে গুরুতর অসুস্থ মা, কান্নায় ভেঙে পড়লেন মোশাররফ করিম

বিনোদন ডেস্ক : ‘অতিথি’ নামে একটি নাটকের মাধ্যমে ১৯৯৯ সালে ছোট পর্দায় পা রাখেন জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম। তিনি এখন নাটক আর সিনেমা, এ দুই ভুবনে সমানতালে জনপ্রিয় হয়ে উঠেছেন। নাটকের ফাঁকে তিনি যে কয়টা সিনেমায় অভিনয় করেছেন সবগুলো সিনেমায় দর্শকমহলে দারুণ সাড়া ফেলেছে।

সম্প্রতি এ অভিনেতা নাটকরে কাজ নিয়ে বেশ ব্যস্ত আছেন। মাত্র দুই একদিন আগেই তিনি আদিবাসী মিজান পরিচালিত ‘ব্রেনওয়াশ’ নামে একটি ধারাবাহিক নাটকের শুটিংয়ের কাজ শেষ করেন।

এদিকে তার অভিনীত একটি নাটক নিয়ে ভক্তদের মধ্যে বেশ প্রশংসা শোনা যাচ্ছে। বলছিলাম মোশাররফ করিমের ‘দাওয়াই’ নামে একটি নাটকের কথা। এতে দেখতে পাবেন মায়ের অসুস্থতার কথা শোনে পরিবারের সবাই ভেঙে পড়েন।

বিশেষ করে মোশাররফ করিমের কান্না দেখে আপনিও কাঁদতে বাধ্য হবেন। এতে মোশাররফ অসাধারণ অভিনয় করেছেন। মর্মস্পর্শী কাহিনী নিয়ে নির্মিত নাটক ‘দাওয়াই’। এবার নাটকের কাহিনী নিয়ে সামান্য আলোচনা করা যাক। সুবহান নামে এক ব্যবসায়ীর চরিত্রে অভিনয় করতে দেখা যাবে মোশাররফ করিমকে।

সুবহান ছোটোখাটো একটি ব্যবসা করে। সুবহানের মা দাওয়াই খাওয়ার জন্য ব্যাকুল। যে কোনো রোগের দাওয়াই হোক না কেন তিনি খেয়ে ফেলেন।একটা সময় সুবহানের মা খুব অসুস্থ হয়ে পড়ে। হাসপাতালে নিয়ে এক্স-রে করায় কিন্তু রির্পোট আসে নেগেটিভ। এ খবর শুনে ফ্যামিলির সবাই কাঁদতে শুরু করেন। এর পরবর্তীতে কাহিনী কোন দিকে মুড় নেয় তা জানতে হলে আপনাকে দেখতে হবে নাটকটি।
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে