প্রসূন আজাদ : ‘একজন কল দিয়ে বললো- আপা আমাদের কিছু এক ঘণ্টার নাটক আর টেলিফিল্ম বানানো হবে। কথাটা কিভাবে বলবো... মানে প্রডিউসার... আপা নির্ভয়ে বলবো?
আমি বললাম প্রডিউসার কি? শুতে চায়?
উনি বললেন- জ্বী আপা মানে পারিশ্রমিকতো দিবেন উনি, তা বাদে কত টাকা নিবেন জানতে চাইলো।
বললাম প্রডিউসার এর মা কে কল করেন। প্রডিউসার এর মা কত নেয় জানতে চান।’
উল্লেখ্য, ২০১২ সালের লাক্স-চ্যানেল আই সুপারস্টারে প্রথম রানার আপ হয়ে মিডিয়ায় ভালোভাবেই কাজ শুরু করেছিলেন প্রসূন আজাদ। গতবছর হঠাৎ করেই তার পথচলায় খানিকটা ছন্দপতন হয়। তার উপর এক বছরের নিষেধাজ্ঞা আরোপ করে ডিরেক্টর গিল্ডস।
সব কিছু ছাপিয়ে চলতি বছরের অক্টোবরে তিনি আলোচনায় উঠে আসেন ডিভোর্সের খবরে। তার বিয়ের খবরই দেশের মানুষ জানতো না, সেখানে ডিভোর্সের খবর। গোপনে বিয়ের এক বছর পার হওয়ার পর জনসম্মুখে যখন বিয়ের খবর প্রচার হয় তখন সে সম্পর্কের পাট চুকে যাচ্ছে। এর মধ্যে নিষেধাজ্ঞার বেড়াজাল ডিঙিয়ে কাজ শুরু করেছেন কিছুদিন আগেই।
এমটিনিউজ/এসএস