সোমবার, ০৫ ফেব্রুয়ারী, ২০১৮, ০৬:০০:১৯

‘হানিমুনে’ শুভশ্রী! অবাক হচ্ছেন?

‘হানিমুনে’ শুভশ্রী! অবাক হচ্ছেন?

বিনোদন ডেস্ক : অবাক হচ্ছেন? ভাবছেন প্রিয় অভিনেত্রী আবার কবে সাতপাকে বাঁধা পড়লেন? না তেমনটা নয়, ভক্তেরা অনেকেই হয়তো জানেন শুভশ্রীর আগামী ছবির নামই হল হানিমুন৷

ভ্যালেন্টাইনস ডে-তেই মুক্তি পেতে চলেছে সোহম-শুভশ্রীর এই রোম্যান্টিক ছবিতে৷ সমরেশ বসুর গল্পের ওপর ভিত্তি করেই তৈরি এই ছবির পরিচালনার দায়িত্বে রয়েছেন সিনেমাটোগ্রাফার প্রেমেন্দু বিকাশ চাকি৷ সদ্য বিবাহিত বিপিন-জয়ন্তীর চরিত্রেই দেখা যাবে সোহম-শুভশ্রীকে৷

অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন রঞ্জিত মল্লিক, রুদ্রনীল ঘোষ প্রমুখ অভিনেতারা৷ গত ৪ডিসেম্বর হয়ে যায় এই ছবির শুভ মহরৎ৷ হানিমুনের সংগীত পরিচালনার দায়িত্বে রয়েছেন ইন্দ্রদীপ দাশগুপ্ত৷ ছবির বেশিরভাগ অংশের শ্যুটিং হওয়ার কথা উত্তরবঙ্গে৷

এই ছবিরই একটি গানের প্রকাশে ট্যুইটারে মজার ছলেই আত্মপ্রকাশ অভিনেত্রীর৷ কেমন লাগলো হানিমুন ছবির গান, তাও অভিনেত্রী জানাতে বললেন ভক্তদের৷ আপনারা কি দেখেছেন ছবির সেই গান?-কলকাতা২৪
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে