বিনোদন ডেস্ক: প্রিয়াঙ্কা ও দীপিকার পর এবার 'বাদশাহো' স্টার বিদ্যুৎ জামওয়ালের পালা। প্রথম দুজনের মতো তিনিও আন্তর্জাতিক অঙ্গনে পা ফেলতে যাচ্ছেন। আর এই পা ফেলাতে তাঁকে সাহায্য করবে খ্যাতিমান হলিউড পরিচালক চাক রাসেলের নতুন ছবি 'জংলি'।
অ্যাকশন ও অ্যাডভেঞ্চার-নির্ভর এই ছবিটির একটি দৃশ্য সম্প্রতি দেখেছে সবাই। জামওয়ালের একটি ১ মিনিটের ভিডিও-ও দেখেছেন অনেকেই। এবার নির্মাতাদের পক্ষ থেকে ছবিটির একটি ছোট টিজার বাজারে ছাড়া হয়েছে।
স্বনামখ্যাত চলচ্চিত্র সমালোচক ও ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শ তাঁর ট্যুইটার হ্যান্ডেলে এই টিজারটি শেয়ার করে লেখেন, এটা এক ঝলক জংলি...ভিডিওতে দেখা যাচ্ছে বিদ্যুৎ জামওয়াল ও ভোলাকে.....তারা একে অন্যের সহ-অভিনয়শিল্পী। ছবিটির পরিচালক চাক রাসেল। দশমীর দিনে মুক্তি পাবে ছবিটি।
টিজারটিতে দেখা যাচ্ছে, হাতি বন্ধু 'ভোলা'র সাথে নিজের 'খোদাই করা' শরীর নিয়ে কসরৎ করছেন বিদ্যুৎ জামওয়াল। দারুণ এক কায়দায় বন্ধু 'ভোলা'কে সম্মান জানাতেও দেখা যাচ্ছে তাকে।
সূত্র : ডিএনএ
এমটি নিউজ/এপি/ডিসি