বিনোদন ডেস্ক: সামনেই ভ্যালেন্টাইনস ডে। বিয়ের পর বেশ কয়েকজন বলিউড তারকা এবার প্রথম ভালবাসা দিবস সেলিব্রেট করতে চলেছেন। আনুশকা শর্মারও বিয়ের পর এটাই প্রথম ভ্যালেন্টাইনস ডে। তাই উত্তেজিত তিনিও। তবে এতে দুঃখ বাড়েছে কোহলির।
সেই দুঃখের কথা হল, স্বামী বিরাট কোহলিকে রেখে, আনুশকা ভালবাসা দিবস পালন করবেন বরুণ ধবনের সঙ্গে। শোনা যাচ্ছে, এই প্রেম দিবসেই আনুশকা-বরুণের ছবি সুই ধাগা: মেড ইন ইন্ডিয়ার শ্যুটিং শুরু হচ্ছে। ইতিমধ্যেই মুক্তি পেয়েছে ছবির ফার্স্ট লুক।
ওদিকে ২৫ তারিখ পর্যন্ত দক্ষিণ আফ্রিকায় ক্রিকেট সিরিজ নিয়ে ব্যস্ত থাকবেন বিরাট, ফলে স্ত্রীর সঙ্গে এখনই তাঁর মুখোমুখি হওয়া সম্ভব নয়। এই প্রথমবার একসঙ্গে ছবি করছেন আনুশকা ও বরুণ। সেলাই মেশিন নিয়ে দুজনের ছবি পৌঁছে গিয়েছে অনুরাগীদের কাছে।
এমটি নিউজ/আ শি/এএস