সোমবার, ০৫ ফেব্রুয়ারী, ২০১৮, ০৯:০৮:০০

সুস্মিতা সেন হলেন উমরাওজান

সুস্মিতা সেন হলেন উমরাওজান

তিনি সব সময়ই নিজের ক্যারিশমায় উজ্জ্বল। কখনও মিস ইউনিভার্স হয়ে জনপ্রিয়তার মুকুট মাথায় পরেছেন, আবার কখনও ‘সিঙ্গল মাদার’ হয়ে চমকে দিয়েছেন সবাইকে। সবকিছু মিলিয়ে সুস্মিতা সেন সব সময়ই অন্যান্য। আর এবার ল্যাকমে ফ্যাশন উইক-এর মঞ্চও মাতিয়ে দিলেন বলিউডের বং বিউটি।

ল্যাকমে ফ্যাশন উইকে ঘাগরা চোলিতে সেজে হাজির হয়েছিলেন সুস্মিতা সেন। ফ্যাশন শো-এ তাঁকে পা মেলাতে দেখা যায় ‘উমরাওজান’-এর সুরে।

‘উমরাওজান’-এর জনপ্রিয় গান ‘ইন আঁখ কি মস্তি’-তে পা মেলাতে দেখা যায় বং বিউটিকে। আর তিনি যখন স্টেজে ওঠেন, তখন আভিজাত্য এবং গ্ল্যামার চুঁইয়ে পড়তে শুরু করে। দর্শকরাও উচ্ছ্বসিত হয়ে স্বাগত জানাতে শুরু করে সুস্মিতা সেনকে।
এমটি নিউজ/আ শি/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে