বিনোদন ডেস্ক: 'তুই আমাকে আগলে রাখ, ঠিক এভাবেই সঙ্গে থাক, সারাদিন...সারারাত'। সোমবার সকাল সকাল নিজের টুইটারে এই বার্তাই দিয়েছেন অভিনেত্রী শুভশ্রী। কিন্তু কার উদ্দেশ্যে শুভশ্রী এই বার্তা দিয়েছেন সেটা কি জানেন?
জীবনের আসন্ন 'হানিমুন'টা শুভশ্রী সোহমের সঙ্গেই সারছেন। আর 'হানিমুন'এই সোহমকে এই বার্তা দিচ্ছেন শুভশ্রী। তবে এসবই পর্দার কাহিনী। আর সোমবারই মুক্তি পেয়েছে সোহম ও শুভশ্রীর আসন্ন ছবি 'হানিমুন'-এর গান 'তুই আমাকে আগলে রাখ'।
গানের কথাই নিজের টুইটার হ্যান্ডেলে পোস্ট করেছেন শুভশ্রী। আর সোহম-শুভশ্রীর 'হানিমুন'-এর এই গান মুক্তি পাওয়ার সঙ্গে সঙ্গেই ইউটিউবে এর ভিউ ১ লক্ষ ছাড়িয়েছে।
পরিচালক হিসাবে পিবি চাকির প্রথম ছবি এটি। কমেডি ছবিটিতে দেখা যাবে গীতিন (সোহম) তাঁর স্ত্রী জয়তীকে (শুভশ্রী)। গাড়ি চালিয়ে স্ত্রীকে নিয়ে হনিমুনে যাবেন গীতিন। সেখানে হোটেলে ঘর পাবেন না তাঁরা। এরপরে সরকারি সার্কিট হাউসের কেয়ারটেকারকে ঘুষ দিয়ে তাঁরা একটা ঘরের ব্যবস্থা করবেন। যেখানে প্রাণেশ নামে তাঁদের জন্য বুক হবে একটি ঘর।
এমটি নিউজ/এপি/ডিসি