বিনোদন ডেস্ক: তাঁদের নাকি বিচ্ছেদ হয়ে গেছে। ‘জুড়ুয়া টু’-এর শুটিংয়ের সময় থেকেই নাকি তাপসি পান্নুর সঙ্গে সখ্য'র জেরেই নাকি বরুণ ধাওয়ানের সঙ্গে তাঁর দীর্ঘদিনের বান্ধবী তপসির বিচ্ছেদ হয়ে গেছে। প্রায়শই শোনা যাচ্ছিল এমন গুঞ্জন। কিন্তু, বিচ্ছেদের সমস্ত গুঞ্জন একপাশে রেখে এবার ফের একসঙ্গে দেখা গেল বরুণ এবং নাতাশাকে।
রবিবার রাতে মুম্বাইয়ের ব্যান্দ্রা এলাকায় একসঙ্গে ক্যামেরাবন্দি হন বরুণ ধাওয়ান এবং নাতাশা দালাল। বরুণ এবং নাতাশার সঙ্গে তাঁদের এক বন্ধুকেও দেখা যায়। বেশ কিছুদিন ধরে বিচ্ছেদের সমস্ত জল্পনা উড়িয়ে এবার নাতাশার সঙ্গে দেখা গেল ডেভিড ধাওয়ানের ছেলেকে।
সম্প্রতি ‘সুই ধাগা’র শুটিংয়ে ব্যস্ত বরুণ ধাওয়ান। ওই সিনেমায় বরুণের বিপরীতে রয়েছেন অনুষ্কা শর্মা। ‘সুই ধাগা’র প্রথম পোস্টার সামনে আসার পর বরুণ এবং আনুশকার ভক্তদের মধ্যেও উচ্ছ্বাস চোখে পড়ে। জিনিউজ
এমটি নিউজ/এপি/ডিসি