বিনোদন ডেস্ক : শুধু বন্ধু নয়, আলিয়া ভাটকে বোনের মতোই ভালবাসেন ক্যাটরিনা কাইফ। কখনও বাদশা খানের জন্মদিনের জলসায়, আবার কখনও পার্টিতে- প্রায়শই দুই অভিনেত্রীকে একসঙ্গে দেখা যায়। তবে ভালবাসার পাশাপাশি প্রবল হিংসেও রয়েছে আলিয়ার প্রতি। এক রিয়ালিটি শো-র মঞ্চে এমনই স্বীকার করেছেন বলিউড সুন্দরী ক্যাট।
সম্প্রতি অভিনেত্রী নেহা ধুপিয়ার সঞ্চালনায় রিয়ালিটি শো-এ বিশেষ অতিথি হিসেবে এসেছিলেন ক্যাটরিনা কাইফ এবং আলিয়া ভাট। একে-অপরকে অপছন্দ করার প্রশ্নে মজার ছলে ক্যাট বলে বসেন, করণ জোহরের সঙ্গে খুব ভাল বন্ধুত্ব আলিয়ার, যা তাঁর মোটেই পছন্দ নয়।
তবে আলিয়াকে শুধু এই কারণেই অপছন্দ করেন কিনা ক্যাট তা সঠিক ভাবে বলা যাচ্ছে না। কারণ, তাঁর প্রাক্তন প্রেমিক রণবীর কাপুরের সঙ্গে আজকাল বেশ ঘনিষ্ঠ অবস্থায় দেখা যাচ্ছে আলিয়াকে। দু’জনে একসঙ্গে কাজও করতে চলেছেন একটি ছবিতে। কার জন্যে আলিয়া-ক্যাটরিনার বন্ধুত্বে চিড় ধরছে?
কিছু দিন আগেই অভিনেত্রীর বাড়িতে রাত কাটাতেও দেখা গিয়েছিল বলিউডের ‘চকোলেট বয়’-কে। ব্যাপারটা ভাল ভাবে যে নিচ্ছেন না ক্যাটরিনা, তা নিয়ে জোর গুঞ্জন বলিউডে। রণবীরের সঙ্গে ‘সুসম্পর্ক’-র জন্যই কি চিড় ধরছে দুই বান্ধবীর বন্ধুত্বে? সে উত্তর তো সময়ই দেবে।
এমটিনিউজ২৪/এম.জে/ এস