মঙ্গলবার, ০৬ ফেব্রুয়ারী, ২০১৮, ১১:২০:২৪

আমি কখনোই হতে পারবনা তার নিতা, অনুসূয়া, সীতা: জয়া আহসান

আমি কখনোই হতে পারবনা তার নিতা, অনুসূয়া, সীতা: জয়া আহসান

বিনোদন ডেস্ক: ঋত্বিক ঘটকের বেয়াল্লিশতম প্রয়াণ দিবস আজ। ১৯৭৬ সালের ৬ ফেব্রুয়ারি কলকাতায় এই দিনে মাত্র ৫০ বছর বয়সে মৃত্যুবরণ করেছিলেন বাংলা চলচ্চিত্রের এই কিংবদন্তী নির্মাতা।

১৯২৫ সালের ৪ নভেম্বর ঢাকার ঋষিকেশ দাশ লেনের ঘটক বাড়িতে জন্মেছিলেন তিনি। ষাটের দশকে তার বিখ্যাত চলচ্চিত্রগুলোর মধ্যে মেঘে ঢাকা তারা (১৯৬০), কোমল গান্ধার (১৯৬১) এবং সুবর্ণরেখা (১৯৬২) অন্যতম। সত্তরের দশকে তিনি তৈরি করেন ‘তিতাস একটি নদীর নাম’। তার শেষ চলচ্চিত্র ‘যুক্তি তক্কো আর গপ্পো’ মুক্তি পায় ১৯৭৪ সালে। মধ্যবিত্ত সমাজের জীবন জটিলতা, নগর যন্ত্রণা উদ্বাস্তু জীবন, যুব প্রজন্মের বেকারত্ব, হতাশা-বিচ্ছিন্নতাবোধ, শ্রেণীবিভাজনের মতো ব্যাধি, রাষ্ট্রের হাতে মানুষের পুতুল হয়ে যাওয়ার কাহিনী, তৎকালীন অবস্থা এবং উদ্বাস্তু জীবনের রুঢ় বাস্তবতা চিত্রিত হয়েছে তার ছবিগুলোতে।

অভিনেত্রী জয়া আহসান সামাজিক মাধ্যমে ফেসবুকের পেজে ঋত্বিক ঘটককে স্মরণ করে একটি পোস্ট শেয়ার করেছেন। তিনি লিখেছেন, ‘আমি আমার শিল্পী সত্তার ক্ষুধা মিটাবার জন্য মগ্ন হয়ে কাজ করে গেছি। প্রাপ্তিতে খুব বেশি উত্তেজিত হইনি অপ্রাপ্তিতে হইনি বিমর্ষ। দুঃখ আছে একটাই, আমার প্রিয় বিদ্রোহী চলচ্চিত্রকার ঋত্বিক ঘটকের চলচ্চিত্রে অভিনয় করা হবেনা। আমি কখনোই হতে পারবনা তাঁর নিতা,অনুসূয়া, সীতা। কিন্তু যখনই কোথাও ঋত্বিক ঘটকের চেতনা প্রজ্বলিত হতে দেখি সেখানে আমি একাত্ম হই। আজকে শ্রী ঋত্বিক কুমার ঘটকের প্রয়াণ দিবস তাঁকে জানাই অকৃত্রিম শ্রদ্ধা ভালোবাসা।’
এমটি নিউজ/আ শি/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে