বুধবার, ০৭ ফেব্রুয়ারী, ২০১৮, ১০:২৩:৩৫

তারা আমাদের অপমাণিত করছে: ওমর সানী

তারা আমাদের অপমাণিত করছে: ওমর সানী

বিনোদন ডেস্ক: অভিনেতা-অভিনেত্রীদের পুঁজি করে ছদ্মবেশি কিছু মানুষ চলচ্চিত্রের নামে আখের গোছাচ্ছে বলে মন্তব্য করেছেন চিত্রনায়ক ওমর সানী। তারা চলচ্চিত্রকে ধ্বংস করছে একই সাথে তাঁদের মতো অভিনয়শিল্পীদের অপমাণিত করছে বলেও মন্তব্য করেন তিনি।

আজ বুধবার সোশ্যাল মিডিয়া ফেসবুকে তিনি এক পোস্টের মাধ্যমে এসব কথা বলেন এক সময়ের জনপ্রিয় এই অভিনেতা। তবে কাকে কিংবা কাদের উদ্দেশ করে এমন বক্তব্য দিয়লেন তা উল্লেখ করেন নি ওমর সানী।  

ওমর সানী বলেন, চলচ্চিত্রের মুষ্ঠিমেয় কিছু (মাকাল ফল মার্কা) মানুষ, অন্য সেক্টরের মানুষের কাছে চলচ্চিত্রকে, চলচ্চিত্রের মানুষকে পুঁজি করে নিজের আখের গোছাচ্ছে আর চলচ্চিত্রকে করছে ধ্বংস, আমাদের করছে অপমাণিত।

সানী চলচ্চিত্র সংশ্লিষ্টদের প্রতি আহবান জানিয়ে বলেন, আসুন আমরা যারা চলচ্চিত্রকে ভালোবাসি, চলচ্চিত্রের মানুষদের ভালোবাসি তারা সবাই এক হই, আর মুষ্ঠিমেয় মাকাল ফল মার্কা (ছদ্মবেশি চলচ্চিত্রপ্রেমী) মানুষের হাত হতে চলচ্চিত্রকে রক্ষা করি। জয় হোক বাংলা চলচ্চিত্রের, বিতারিত হোক মুষ্ঠিমেয় কিছু মাকাল ফল মার্কা ছদ্মবেশি চলচ্চিত্রপ্রেমীরা।
এমটি নিউজ/এপি/ডিসি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে