বৃহস্পতিবার, ০৮ ফেব্রুয়ারী, ২০১৮, ০৫:৪৯:০৪

রণবীর-দীপিকার মুখোমুখি হতে আপত্তি শহিদের!

রণবীর-দীপিকার মুখোমুখি হতে আপত্তি শহিদের!

বিনোদন ডেস্ক: নানা বিতর্কের মুখে দর্শকদের মন জয় করে নিয়েছে সঞ্জয় লীলা বানসালি পরিচালিত বহুল আলোচিত সিনেমা পদ্মাবত। পাশাপাশি বক্স অফিসেও চলছে এর জয়রথ। আর তাই এ সাফল্যে একটি পার্টির আয়োজন করতে চাইছে পদ্মাবত টিম। কিন্তু একই সঙ্গে রণবীর সিং, শহিদ কাপুর ও দীপিকা পাড়ুকোন এক করতে পারছেন না নির্মাতারা। তাদের একত্রে পেতে হিমশিম খেতে হচ্ছে নির্মাতাদের।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, শহিদ পুরো টিমের সঙ্গে মিডিয়ার সামনে আসতে রাজি নন। রণবীরের চরিত্র সিনেমায় বেশি ফুটে উঠেছে। এ কারণে তার নায়ক চরিত্রটি খলচরিত্রের কাছে ঢাকা পড়েছে। এ ছাড়া শহিদ এখন বাত্তি গুল মিটার চালু সিনেমা নিয়ে ব্যস্ত। এজন্য পার্টি করার ব্যাপারে নির্দিষ্ট কোনো দিন দিতে পারছেন না। এখন পর্যন্ত তিন তারকাই নিজ নিজ প্রচারের ব্যাপারে সময় দিয়েছেন কিন্তু একসঙ্গে কোনো তারিখ দিতে পারছেন না।

পদ্মাবত সিনেমাতে রাজা রাওয়াল রতন সিংয়ের ভূমিকায় অভিনয় করেছেন শহিদ কাপুর, আলাউদ্দিন খিলজি চরিত্রে রয়েছেন রণবীর সিং এবং রানি পদ্মিনির ভূমিকায় দেখা গেছে দীপিকা পাড়ুকোনকে। কিন্তু সিনেমা মুক্তির পর রণবীর সিংয়ের অভিনয়ের প্রশংসা করছেন সবাই। সেদিক থেকে অনেকটাই মিয়ম্রান শহিদ।
এমটি নিউজ/এপি/ডিসি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে