মিলিকে বিয়ে করতে রওনকের সাক্ষাৎকার
বিনোদন ডেস্ক : মিলিকে বিয়ে করতে সাক্ষাৎকার পর্বে অংশ নিতে হবে রওনকে। যদি এতে সে উত্তীর্ণ হয়, তবেই পাবে মিলিকে। এমন গল্প নিয়েই নির্মত হচ্ছে নাটক ‘স্বয়ম্ভরা’।
সাইফ আহমেদের রচনায় নাটকটি নির্মাণ করছেন, নূর মোহাম্মদ মৃধা।
নাটটির গল্পে দেখা যাবে, মা আর মামার সঙ্গে থাকে রূপা। বাবার রেখে যাওয়া দশ তলা বাড়ির মালিক সে নিজেই। গত চার বছর ধরে সিহাব নামের একটি ছেলেকে ভালোবাসে সে। কিন্তু পরিবারের কেউ সে কথা জানে না। আর জানলে এই ছেলের সঙ্গে কেউ রূপাকে বিয়ে দিতে রাজি হবে না। কারণ রূপার পরিবারে কেউ কখনো প্রেম করে বিয়ে করতে পারে না। এক পর্যায়ে মামা রূপার বিয়ের জন্য পত্রিকায় বিজ্ঞাপন দেয়। দশ তলা বাড়ির লোভে অসংখ পাত্র এসে হাজির হয় বাড়িতে। কিন্তু রূপার মায়ের শর্ত ছেলেকে হতে হবে নির্লোভ এবং সৎ। একের পর এক ইন্টারভিউতে সবাই প্রমানিত হয় অসৎ হিসেবে।
‘স্বয়ম্বরা’য় রওনক হাসান ও ফারহানা মিলি ছাড়াও অভিনয় করেছেন ফারুক আহমেদ। আগামী ২০ নভেম্বর, সন্ধ্যা ৭ টা ৪০ মিনিটে মাছরাঙা টেলিভিশনে প্রচারিত হবে নাটকটি।
১৯ নভেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/এসপি/এমএন
�