বিনোদন ডেস্ক : কলকাতার ৯৪টি হলে মুক্তি পেয়েছে যৌথ প্রযোজনার ছবি ‘আশিকী’। আলোচিত ফারিয়ার ‘আশিকী’ নিয়ে ঢাকা ও কলকাতার সিনেমা পাড়াও বেশ উৎসুক মনোভাব চলছিলো ক’দিন ধরে।
শুধু কি তাই! সেখানকার পত্রিকায় ফারিয়ার বড়-সড় ধারাবাহিক কাভারেজ তারই বহিঃপ্রকাশ। ব্যাতিক্রম ঘটেনি ছবিটির প্রিমিয়ার শোতেও।
বৃহস্পতিবার রাতে স্থানীয় এক সিনেপ্লেক্সে হয়েছে ‘আশিকী’র জমকালো প্রিমিয়ার শো। যেখানে কাগজ-কলম-রেকর্ডার-ভিডিও ক্যামেরা-বুম নিয়ে উপচে পড়েছে কলকাতার প্রচার মাধ্যম। চলচ্চিত্রে অভিষেক লক্ষ্যে টকটকা লাল জামায় ঢাকা- ঢাকার নুসরাত ফারিয়ার লাল গালিচা সংবর্ধনা হয়ে গেল যেন কলকাতাতেই!
শুধুই কি মিডিয়া? ফারিয়াকে উৎসাহ দিতে করতালি সমেত এদিন রাতে ঠিকই ছুটে এসেছেন টালিগঞ্জের অলিখিত শাসক প্রসেনজিৎ। সঙ্গে ছিলেন তরুণ নেতা দেব, হিরণসহ আরও অনেকেই।
নুসরাত জানান, ছবি দেখে সবাই তার প্রশংশায় পঞ্চমুখ। যদিও পুরোটা সময় লজ্জ্বায় তিনি লালই ছিলেন।
‘আশিকী’তে অভিনয় করেছেন নুসরাত ফারিয়া ও কলকাতার অঙ্কুশ। বাংলাদেশে তো বটেই, কলকাতায়ও যথেষ্ট আলোচনা হচ্ছে নতুন এই জুটিকে নিয়ে। অনেকেই মনে করছেন দুই বাংলায় বছরের সেরা জুটি হবেন তারাই!
ছবিটি যৌথ প্রযোজনার। আব্দুল আজিজ ও অশোক পাতি পরিচালনা করেছেন। ছবিটি ঈদে মুক্তি পাচ্ছে বাংলাদেশে।
১৯ সেপ্টেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/এসপি/এমএন