বাজরাঙ্গির কাছে হেরে গেল প্রেম
আন্তর্জাতিক ডেস্ক : মুক্তি পরেই বক্স-অফিসে শোরগোল ফেলে দিয়েছিল সালমান খানের আরেক ব্লকবাস্টার হিট সিনেমা ‘বাজরাঙ্গি ভাইজান’, কিন্তু বাজরাঙ্গিকে পেছনে ফেলতে পারেনি ‘প্রেম রাতান ধান পায়ো’।
মুক্তির প্রথম তিন দিনের আয়ে 'বাজরাঙ্গি ভাইজান'-এর চেয়ে এগিয়েই ছিল 'প্রেম রাতান ধান পায়ো'। কিন্তু প্রথম সপ্তাহ শেষে আয়ের দৌড়ে পিছিয়ে পড়েছে সিনেমাটি।
মুক্তির প্রথম ছয় দিনে সুরাজ বারজাতিয়া পরিচালিত সিনেমাটি ভারতে আয় করেছে ১৫৫ কোটি ৪৩ লাখ রুপি। অপরদিকে কবির খান পরিচালিত ‘বাজরাঙ্গি ভাইজান’ ভারতের ১৬৯ কোটি ৭ লাখ রুপি।
ভারতীয় সাময়িকী ইন্ডিয়া টুডে বলছে, সিনেমাটি 'বাজরাঙ্গি ভাইজান'-এর মতো সমালোচকদের কাছে প্রশংসা কুড়াতে পারেনি। তবে দীর্ঘ ১৬ বছর সুরাজ বারজাতিয়ার পরিচালনায় পারিবারিক সিনেমায় সালামানের প্রত্যাবর্তনকে সাদরে গ্রহণ করেছেন দর্শক।
সিনেমায় দ্বৈত চরিত্রে অভিনয় করেছেন 'দাবাং' খান। তার বিপরীতে অভিনয় করেছেন সোনাম কাপুর। এছাড়া গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা গেছে নিল নিতিন মুকেশ, অনুপম খের, সোয়ারা ভাস্কর এবং আরমান কোহলিকে।
২০, নভেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/এসপি/এমইউ
�